২রা মে রাত থেকেই শুরু হয়েছে নির্বাচন পরবর্তী হিংসা সন্ত্রাস । বেশিরভাগ অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ।উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন অঞ্চল থেকে এই সন্ত্রাসের অভিযোগ আসছে।
অবিলম্বে ভোটের পর সন্ত্রাস বন্ধ হোক -উঃ২৪ পরগনা সংযুক্ত মোর্চার প্রশাসনে ডেপুটেশন
২রা মে রাত থেকেই শুরু হয়েছে নির্বাচন পরবর্তী হিংসা সন্ত্রাস । বেশিরভাগ অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ।উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন অঞ্চল থেকে এই সন্ত্রাসের অভিযোগ আসছে। ইতিমধ্যে রাজ্যজুড়ে বিভিন্ন দলের অন্তত দশজনের মৃত্যু হয়েছে। যা অত্যন্ত দূর্ভাগ্যজনক। সংযুক্ত মোর্চা উত্তর ২৪পরগনা জেলার পক্ষে এদিন বারাসাত জেলা পুলিশ সুপারের দপ্তরে এই সন্ত্রাস বন্ধের দাবীতে ডেপুটেশন দেওয়া হয়।
স্বাস্থ্যবিধি মেনে অল্প সংখ্যক ব্যাক্তি এই ডেপুটেশনে অংশ নেন। ছিলেন সিপিএম এর রাজ্যের নেতা পলাশ দাশ , প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি , বাবুল কর, জেলার ছাত্র যুব নেতৃত্ব সহ অন্যান্য ।
We hate spam as much as you do