Tranding

11:25 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / সন্দেশখালিতে দুঃস্থদের জন‍্য ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধনে ব্যাপক সাড়া।

সন্দেশখালিতে দুঃস্থদের জন‍্য ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধনে ব্যাপক সাড়া।

পড়া ছেড়ে ভিনরাজ্যে কাজের খোঁজে পাড়ি জমানোর সংখ্যাটা নেহাতই খুব কম নয়। অভিযোগ বামফ্রন্টের সময় থেকে তিলতিল করে গড়ে তোলা বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা একপ্রকার মুখ থুবড়ে পড়তে চলেছে সুন্দরবনের নোনা মাটির দেশে।অনলাইন পড়াশুনা সেখানে বিলাসিতা।

সন্দেশখালিতে দুঃস্থদের জন‍্য  ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধনে ব্যাপক সাড়া।

সন্দেশখালিতে দুঃস্থদের জন‍্য  ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধনে ব্যাপক সাড়া।

newscopes.in
নিজস্ব সংবাদদাতা:বসিরহাট, ১৯ জানুয়ারি-একটা কথা বাংলার আকাশ বাতাসে ঘুরছে। পাঠশালা বন্ধ পানশালা খোলা।
অপরিকল্পিত লকডাউন,কার্যত লকডাউন ইত্যাদির ফলে সর্বত্র  বিভিন্ন প্রান্তে পঠনপাঠন একেবারেই শিঁকেয় উঠেছে।

সন্দেশখালি ব্যাতিক্রম নয়। স্কুল, কলেজ বন্ধ।বাড়ছে স্কুল ছুটের সংখ্যা।সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে নাবালিকার বিয়ে থেকে শুরু করে পাচারের ঘটনা। পড়া ছেড়ে ভিনরাজ্যে কাজের খোঁজে পাড়ি জমানোর সংখ্যাটা নেহাতই খুব কম নয়। অভিযোগ  বামফ্রন্টের সময় থেকে তিলতিল করে গড়ে তোলা বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা একপ্রকার মুখ থুবড়ে পড়তে চলেছে সুন্দরবনের নোনা মাটির দেশে।অনলাইন পড়াশুনা সেখানে বিলাসিতা।

 

এ ছাড়া স্কুল কলেজ বন্ধ হওয়ায় শহরের তুলনায় আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রামের ছাত্র-ছাত্রীদের বেহাল দশার ছবি উঠে আসছে বারে বারে। এহেন পরিস্থিতি কাটিয়ে তুলতে DYFI সন্দেশখালি-২ অঞ্চলের পরিচালনায়,পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ এবং দূর্গামণ্ডপ ইউনিট কমিটির সহযোগিতায় 'চেতনায় আমরা ফ্রি কোচিং সেন্টারের' সূচনা হয় বুধবার।উত্তর ২৪পরগনার শেষ প্রান্ত।মাঝে মজে যাওয়া বালি নদী।ওপারটা দক্ষিণ ২৪পরগনার রাধানগর, আমতলী গ্রাম।এপাড়ে প্রত্যন্ত সন্দেশখালির দূর্গামণ্ডপ, মনিপুর,কোড়াকাটি।তারই কোল ঘেঁষে ডি কে মিলন বাজার সংলগ্ন স্হানে চালু হওয়া কোচিং সেন্টারে থাকছে নবম ও দশম শ্রেণীর সকল বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগ। শুরুতে কোচিং সেন্টারটিতে প্রায় শতাধিক ছাত্র ছাত্রীকে নিয়ে বাংলা পড়াবেন সেরিনা গাজি, মনোয়ারা গাজি ও সম্রাট সরদার।ইংরেজি পড়াবেন নারায়ন দাস।ইতিহাস পড়াবেন সুব্রত বিশ্বাস, রমজান গাজি।রাষ্ট্রবিজ্ঞান পড়াবেন কারিবুল্লা মোল্লা।অতিথি শিক্ষক হিসাবে পড়াবেন বলাইচন্দ্র গায়েন।মূলত সন্দেশখালির দুঃস্থ ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে,স্কুল ছুট আটকাতে এই প্রয়াস।জানান যুবনেতা বারিক বিশ্বাস, সমীর সর্দার।এদিন বিকালে ডি কে মিলন বাজার প্রাঙ্গনে ডি ওয়াই এফ আই'র শ্বেত পতাকা উত্তোলন করেন   প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।

 

সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নিরাপদ সর্দার,ছাত্র নেতা আকাশ কর,মৈনাক মুখার্জি যুবনেতা সায়ন চক্রবর্তী, দীপঙ্কর বণিক।সভা শেষে কোচিং সেন্টার উদ্বোধন করেন যুবনেতা সায়ন চক্রবর্তী, দীপঙ্কর বণিক ছাত্র নেতা আকাশ কর,মৈনাক মুখার্জি, সুকান্ত মৃধা সহ অন্যান্য ছাত্র যুব নেতৃবৃন্দ এবারের শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে একে একে তুলে দেয় এ বি টি এ'র টেস্ট পেপার।সেই সাথে উপস্থিত মানুষের মধ্যে করোনার সচেতনতা প্রচার সাথে মাস্ক, স্যানিটাইজার বিলি করা হয়।

Your Opinion

We hate spam as much as you do