দুর দুরান্ত থেকে কো-উইন অ্যাপে স্লট বুকিং করে আসা ভ্যাকসিন প্রাপক প্রত্যাশীরা ভ্যাকসিন না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সহ্যের বাঁধ ভেঙে উত্তেজিত হয়ে অশোকনগর নৈহাটি রোড অবরোধ করেন। দুটি জাতীয় সড়কের সংযোগকারী রাস্তার মতো গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ সময় অবরোধ চলায় তীব্র যানজটের সৃষ্টি হয় অশোকনগর ৮নং মোড়ে।
অশোকনগরে বামেদের ভ্যাকসিনের দাবীতে পথ অবরোধে পুলিশের লাঠিচার্জ
নিজস্ব সংবাদদাতা,হাবড়াঃ গতকাল অশোকনগর সাক্ষী থেকেছে এক অমানবিক দৃশ্যের। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর ৮ নম্বর মোড় এলাকায় গতকাল ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ করায় পুলিশের অমানবিক লাঠিচার্জে আহত হয়েছিলেন চারজন সাধারণ মানুষ। তার বিরুদ্ধে আজ পথে নেমে মিছিল করল অশোকনগর বামফ্রন্ট ।
দুর দুরান্ত থেকে কো-উইন অ্যাপে স্লট বুকিং করে আসা ভ্যাকসিন প্রাপক প্রত্যাশীরা ভ্যাকসিন না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সহ্যের বাঁধ ভেঙে উত্তেজিত হয়ে অশোকনগর নৈহাটি রোড অবরোধ করেন। দুটি জাতীয় সড়কের সংযোগকারী রাস্তার মতো গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ সময় অবরোধ চলায় তীব্র যানজটের সৃষ্টি হয় অশোকনগর ৮নং মোড়ে।
শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। ভ্যাকসিন নিতে এসে পুলিশের লাঠির আঘাতে আহত হন ২জন মহিলা সহ বেশ কয়েকজন মানুষ। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।ঘটনার তদন্তে নেমে জেলা প্রশাসন অশোকনগর থানার এক সাব-ইন্সপেক্টর কে সাসপেন্ড করে। গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ঘটনাস্থল থেকে অশোকনগর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় পার্টির অশোকনগর শহর এরিয়া কমিটি। মিছিল শুরু হয় বিকেল ৫টায়।
মিছিল শেষে অশোকনগর থানায় স্মারকলিপি প্রদান করা হয়। নেতৃত্বে ছিলেন বামনেতা বাবুল কর সহ অন্যান্যরা। স্মারকলিপি জমা দিয়ে এসে প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর -সাধারণ প্রশাসনের বিষয়ে পুলিশ প্রশাসনের এই অবাঞ্ছিত হস্তক্ষেপের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি ভ্যাকসিন নিয়ে দুর্নীতির বিষয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথা উল্লেখ করেন। একজন পুলিশকে আজকের এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে।
ছবিঃ সুস্মিত দাস
We hate spam as much as you do