Tranding

03:51 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / প্রতিবাদ সভা "শিল্পের জমিতে শিল্প" এই দাবিতে শ্যামনগর ডানবার মিলের গেটে

প্রতিবাদ সভা "শিল্পের জমিতে শিল্প" এই দাবিতে শ্যামনগর ডানবার মিলের গেটে

প্রতিবাদ সভা "শিল্পের জমিতে শিল্প" এই দাবিতে শ্যামনগর ডানবার মিলের গেটে

প্রতিবাদ সভা "শিল্পের জমিতে শিল্প" এই দাবিতে শ্যামনগর ডানবার মিলের গেটে 

১১ জুন ২০২৩

গত ১৯৮৬ তে ৩৭ বছর আগে বন্ধ হয়েছিল পশ্চিমবাংলার সর্ববৃহৎ বস্ত্র শিল্প শ্যামনগর ডানবার কটন কটন মিল। মূলত কেন্দ্রীয় সরকারের মাশুল সমীকরণ নীতির ফলে যেখানে কয়লা খনিজ তেল প্রভৃতি সারাদেশে একই দামে সরবরাহ হবে এমন নীতি চালু হওয়ার পর থেকেই পশ্চিমবাংলা থেকে সমস্ত শিল্প সরতে থাকে তার মধ্যে সবচেয়ে বড় শিল্প হচ্ছে বস্ত্র শিল্প। 


 তার কারণ বস্ত্র শিল্পের মালিকরা বুঝতে পারে তারা তুলো পাবে কম পরিবহন খরচায় যেখানে কারণ অন্যান্য জ্বালানি থেকে অন্যান্য কিছু সারাদেশে একই দামে সরবরাহ হচ্ছে এই কারণে পশ্চিমবাংলা থেকে বস্ত্র শিল্প কার্যত উঠে যায়। বস্ত্র শিল্পের মালিকরা কম পরিবহন খরচে তুলো যেখানে পাওয়া যাবে সেই রাজ‍্যে বিশেষ করে দক্ষিন ও পশ্চিমের রাজ‍্যে চলে যায়। পশ্চিমবঙ্গ থেকে বস্ত্র শিল্প কার্যত সবই বন্ধ হয়। 

ডানবার মিলও বন্ধ হয়ে যায়। এরপর বহু চেষ্টা করেও ডানবার মিলে সব শ্রমিককে তাদের পাওনা পিএফ এবং গ্রাচুইটি দিয়ে দেওয়া যায়নি বহু শ্রমিক মারা গেছে বহু শ্রমিক দেশে ফিরে গেছে।


সেই থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এই কারখানা ৫৮ একর জমি। এই বিস্তীর্ণ জমিতে পুনরায় কারখানা গড়বার জন্য বহুদিন ধরে দাবি করে আসছে বামপন্থীরা, বিশেষ করে সিপিআইএম। বর্তমানে শোনা যাচ্ছে এই জমি প্রোমোটারের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে সিপিআইএমের গারুলিয়া এরিয়ার পক্ষ থেকে শ্যামনগর, উত্তর ব্যারাকপুর, কাউগাছি রাউতা এরিয়া কমিটির সহযোগিতায় একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয় ওই প্রতিবাদ সভায় শিল্পের জমিতে শিল্পের দাবি করা হয়। সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি বলেন গারুলিয়া পৌরসভার দুর্নীতি এখন সকলের জানা। এখানে পুকুর ভরাট করে যত্রতত্র প্রোমোটিং হচ্ছে । গঙ্গার বালি বিক্রি হচ্ছে। এখন ডানবার কটন দিনের জমি কিনতে চাইছে কি করে দিতে চাইছি এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করতে হবে

বক্তব্য রাখেন -  গার্গী চ্যাটার্জি, সুবীর মৌলিক, চিরন্তন গাঙ্গুলী,.কল্লোল মুখার্জি এবং প্রদীপ চ্যাটার্জী সভাপতিত্ব করেন সুব্রত দাস৮

Your Opinion

We hate spam as much as you do