সোমবারই বিকেল ৪টেয় নিউটাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রথম পর্যায়ের নির্মীয়মান ভবনে প্রাঙ্গনে হবে আলোচনাসভাও। ‘প্রসঙ্গ জ্যোতি বসু’ শীর্ষক আলোচনা সভায় বক্তা চিত্র পরিচালক গৌতম ঘোষ। জ্যোতি বসুর জীবনের অজানা বিভিন্ন কাহিনী নিয়ে এই বিশিষ্ট চিত্র পরিচালক একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি তৈরি করেছিলেন। এবং এই গবেষণামূলক ডকুমেন্টারি যথেষ্ট সমাদর লাভ করে।
কাল জ্যোতি বসুর জন্মদিবসে আলোচনা সভায় বলবেন গৌতম ঘোষ
07 Jul 2024
সোমবার, ৮ জুলাই, বাম গণ-আন্দোলনের সর্বভারতীয় নেতা জননেতা জ্যোতি বসুর ১১১তম জন্মদিবসে বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা প্রসারে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সোমবারই বিকেল ৪টেয় নিউটাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রথম পর্যায়ের নির্মীয়মান ভবনে প্রাঙ্গনে হবে আলোচনাসভাও। ‘প্রসঙ্গ জ্যোতি বসু’ শীর্ষক আলোচনা সভায় বক্তা চিত্র পরিচালক গৌতম ঘোষ। জ্যোতি বসুর জীবনের অজানা বিভিন্ন কাহিনী নিয়ে এই বিশিষ্ট চিত্র পরিচালক একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি তৈরি করেছিলেন। এবং এই গবেষণামূলক ডকুমেন্টারি যথেষ্ট সমাদর লাভ করে।
এছাড়া গৌতম ঘোষ "জ্যোতি বসুর সঙ্গে" বলে একটি বই লিখেছিলেন এবং সেই বইতে তিনি উল্লেখ করেছেন এই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রের নানা দিক। নিশ্চিত ভাবে বইটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল । গৌতম বাবুর অন্যরকম অভিজ্ঞতা আগামীকালের বক্তব্যে ফুটে উঠবে বলেই ধারণা । ঠিক যেমন করে জ্যোতি বসুর জন্ম শতবর্ষে সাহিত্যিক বুদ্ধদেব গুহ তার নান্দনিক বক্তব্য তুলে ধরেছিলেন। এই অন্য ধরনের বক্তব্য শুনতে সকলকে আহবান করছেন সিপিআইএম নেতৃত্ব।
এছাড়া বক্তব্য রাখবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। সভাপতিত্ব করবেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বিমান বসু এবং সম্পাদক রবীন দেব বলেছেন, ‘‘জলাভূমি বন্ধ, ব্যবসায়িক স্বার্থে গাছ কাটা বা গাছ নষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে সরকারি উদ্যোগে এই ধরনের প্রকৃতি বিরুদ্ধ কাজ বন্ধ করার উদ্যোগ নিতে হবে।’’
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘একথাও সত্য যে কোনও কোনও সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষ ও পরিবেশ কর্মী পরিবেশের স্বার্থে জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লাগাতার প্রচার আন্দোলন সংগঠিত করে চলেছে। এটা অবশ্যই ভালো উদ্যোগ এবং সর্বক্ষেত্রে চালু হওয়া প্রয়োজন।’’
চারাগাছ বিতরণ কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করে বলা হয়েছে, ‘‘সরকারি বিজ্ঞাপনে লেখা থাকে ‘একটি গাছ, একটি প্রাণ’। এই কথার অর্থ অনুসারে মানব শিশুকে গড়ে তোলার জন্য আমাদের যে অনুভূতি কাজ করে সেই একই দৃষ্টিভঙ্গিতে গাছ বাঁচাবার আন্দোলন করা প্রয়োজন। শোনা যায় সুন্দরবনেও গাছ কাটা শুরু হয়েছে, যার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। অথচ আমরাই বলি একটি গাছ কাটলে কয়েকটি গাছ লাগাও।’’
We hate spam as much as you do