Tranding

01:17 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / উঃ২৪ পরগনার সুটিয়ায় ১০০ দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ

উঃ২৪ পরগনার সুটিয়ায় ১০০ দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ

এবিপি আনন্দে এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশের দাবি, ধৃত ২ জন কয়েকজন শ্রমিকের সই জাল করেছিলেন। ওই শ্রমিকদের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছে।

উঃ২৪ পরগনার সুটিয়ায় ১০০ দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ

ছবি - এবিপি আনন্দ

উঃ২৪ পরগনার সুটিয়ায় ১০০ দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ 

 

01 Apr 2024 

 উত্তর ২৪ পরগনার  সুটিয়ায় একশো দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ। সই জালের অভিযোগে দুই সুপারভাইজারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রূপালি মণ্ডল ও প্রসেনজিৎ ঘোষকে আজই তোলা হবে বনগাঁ মহকুমা আদালতে। অভিযোগ ওঠে, পাঁচপোতা গ্রামে ১০০ দিনের কাজে রাজ্যের (west bengal)টাকা যাঁদের কাছে জমা পড়েছে,তাঁদের অনেকেই কাজ করেননি। এবিপি আনন্দে এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশের দাবি, ধৃত ২ জন কয়েকজন শ্রমিকের সই জাল করেছিলেন। ওই শ্রমিকদের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছে।

এবিপি আনন্দের খবর

Your Opinion

We hate spam as much as you do