Tranding

11:26 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বনগাঁ দক্ষিণে ত্রিমুখী লড়াইয়ে তাপসের গুরুত্ব বাড়ছে। আলোরানী তৃণমূল ও স্বপনবাবু বিজেপি

বনগাঁ দক্ষিণে ত্রিমুখী লড়াইয়ে তাপসের গুরুত্ব বাড়ছে। আলোরানী তৃণমূল ও স্বপনবাবু বিজেপি

বনগাঁ দক্ষিণ তফশিলি কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী তাপস কুমার বিশ্বাস । এই অঞ্চলে ১২টা গ্রাম পঞ্চায়েত । ২৬২ বুথ,৮৯টা সহায়ক বুথ। ঘরে ঘরে যাচ্ছেন তাপসবাবু

বনগাঁ দক্ষিণে ত্রিমুখী লড়াইয়ে তাপসের গুরুত্ব বাড়ছে। আলোরানী তৃণমূল ও স্বপনবাবু বিজেপি

বনগাঁ দক্ষিণে ত্রিমুখী লড়াইয়ে তাপসের গুরুত্ব বাড়ছে। আলোরানী তৃণমূল ও স্বপনবাবু বিজেপি

বনগাঁ দক্ষিণ তফশিলি কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী তাপস কুমার বিশ্বাস । এই অঞ্চলে ১২টা গ্রাম পঞ্চায়েত । ২৬২ বুথ,৮৯টা সহায়ক বুথ। ঘরে ঘরে যাচ্ছেন তাপসবাবু। বহু ঘরোয়া সভায় মানুষের সাড়া নতুন করে পাওয়া যাচ্ছে । নতুন শিক্ষিত ছেলেমেয়ের মধ্যে সাড়া পাওয়া যাচ্ছে । কর্মসংস্থানের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । 

তৃণমূলের প্রার্থী আলো রানি সরকার প্রচার সারছেন ।  প্রার্থী নিয়ে তৃণমূলের একাংশের ক্ষোভ আছে। গতবারের বিধায়ক সুরজিত বিশ্বাস এবছর অন্য যায়গা
আম্ফান বিপর্যয় ও করোনা সময়ে চাল বিলি , সাহায্য দান থেকে ত্রিপল বিলি সব কিছুতে বিপুল দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে ।  তৃণমূল থেকে এক বড় অংশের আইএসএফ এ যোগদান উল্লেখযোগ্য । এখানে নৌশাদ সিদ্দিকীর সভা ঘিরে বিপুল উৎসাহ লক্ষ করা গেছে। এই ক্ষেত্রের এক বড় অংশের ভোট সংযুক্ত মোর্চার পক্ষে আসার সম্ভাবনা । যা গত ২০১৯ এর নির্বাচনে বামফ্রন্টের পক্ষে আসেনি বলে মনে করেন রাজনৈতিক মহল। 
বিজেপির প্রার্থী স্বপন মজুমদার । তৃণমূলের প্রশাসনের দুর্নীতি বিজেপির ভোট বাড়াতে সাহায্য করেছে। সেই সঙ্গে  বিভাজনের রাজনীতি , নাগরিকত্ব নিয়ে জটিল রাজনীতিতে মেরুকরণ  করা গিয়েছে মানুষকে, বলে মনে করেন
বিশেষজ্ঞরা। এই কেন্দ্রে মতুয়া ভোট গুরুত্বপূর্ণ । তাপসবাবুর বক্তব্য শিক্ষিত মানুষ নিশ্চয়ই সব বুঝেছেন। কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি অনেক বড় সমস্যা তা মানুষ বুঝছেন। 
সব মিলিয়ে তিন প্রার্থীর মধ্যেই লড়াই হচ্ছে । যদিও বিজেপির বিক্ষুব্ধ নির্দলীয় প্রার্থী আছেন। এই সময়কালে বামপন্থী কর্মীদের মহামারীতে অসুবিধায় পড়া মানুষের পাশে দাঁড়ানোটা নিশ্চয়ই নির্বাচনে মানুষ মনে রেখেছেন বলে সাধারণ মানুষের ধারণা ।
তাই তাপস বিশ্বাস, আলোদেবী ও স্বপনবাবুর সাথে তীব্রভাবে লড়াইতে আছেন । 

Your Opinion

We hate spam as much as you do