Tranding

12:22 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / দেগঙ্গার মৃত শ্রমিকদের বাড়িতে CITU কৃষকসভা সহ বাম নেতৃত্ব, পরিজনদের পাশে থাকার আশ্বাস

দেগঙ্গার মৃত শ্রমিকদের বাড়িতে CITU কৃষকসভা সহ বাম নেতৃত্ব, পরিজনদের পাশে থাকার আশ্বাস

পর পর আরও ৭ জন যুবক ঢোকেন ওই চেম্বারে। বিষাক্ত গ্যাসে জ্ঞান হারান সকলেই। এরপর যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ওই ৫ যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জন ভর্তি হাসপাতালে। সোমবার মৃত্যু সংবাদ এসে পৌঁছয় বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। এলাকায় শোকের ছায়া।

দেগঙ্গার মৃত শ্রমিকদের বাড়িতে CITU কৃষকসভা সহ বাম নেতৃত্ব, পরিজনদের পাশে থাকার আশ্বাস

দেগঙ্গার মৃত শ্রমিকদের বাড়িতে CITU কৃষকসভা সহ বাম নেতৃত্ব, পরিজনদের পাশে থাকার আশ্বাস


গতকাল দেগঙ্গায় মৃত শ্রমিকদের বাড়িতে বাম প্রতিনিধি দল গেছেন। আজ সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা সদস্যরা এবং নেতৃত্ব মৃত শ্রমিকদের বাড়িতে গিয়ে দেখা করেন প্রতিনিধিদলে ছিলেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জী কৃষক নেতা সেলিম গায়েন সহ অন্যান্য নেতৃবৃন্দ। গতকাল জেলা সিপিআইএম মৃণাল চক্রবর্তী সোমনাথ ভট্টাচার্য আহমেদ খান প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ।
গতকাল এবং আজ  প্রতিনিধি দলের সদস্যরা  পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। 

মৃতেরা হলেন ওমর ফারুক, মহম্মদ নিজামুদ্দিন, সামিউল ইসলাম, সরাফত আলি, মিরাজুল ইসলাম। দেগঙ্গার ব্লকেরই বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা। কাজ করতেন কর্নাটকে, একটি মাছের কারখানায়। রবিবার সন্ধ্যায় প্রথমে চেম্বার পরিষ্কার করতে নামেন এক যুবক। কিন্তু তিনি আর উপরে ওঠে আসেননি। 

কেন? পর পর আরও ৭ জন যুবক ঢোকেন ওই চেম্বারে। বিষাক্ত গ্যাসে জ্ঞান হারান সকলেই।  এরপর যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ওই ৫ যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জন ভর্তি হাসপাতালে। সোমবার মৃত্যু সংবাদ এসে পৌঁছয় বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। এলাকায় শোকের ছায়া।
ইতিমধ্যে  ৫ বছরের ভাতা নিহতদের পরিজনদের মধ্যে ভাগ করে দিলেন  পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ  আনিসুর রহমান।

 

 

Your Opinion

We hate spam as much as you do