ধৃত অয়ন শীলের বাড়ি তল্লাশি চালিয়ে পুরসভার নিয়োগ সংক্রান্ত একাধিক উল্লেখযোগ্য তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা । তারপর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছে পুরসভা নিয়োগ দুর্নীতি । তদন্তে নেমে ১৪ টি পুরসভায় তল্লাশি চালিয়ে ২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য উঠে আসে গোয়েন্দাদের হাতে । তালিকায় ছিল দক্ষিণ দমদম পুরসভার নাম ।
পুর নিয়োগ দুর্নীতি মামলা মন্ত্রী সুজিত বসুকে CBI এর তলব, ৩১আগষ্ট
24 আগষ্ট 2023
সুজিত বসুকে তলব সিবিআইয়ের৩১ অগাস্ট হাজিরা দেওয়ার নির্দেশ পুর নিয়োগ দুর্নীতিতে তলব মন্ত্রীকে
নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব সিবিআইয়ের । ৩১ অগাস্ট সকাল ১১ টায় মন্ত্রীকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই হাজিরার নোটিস মন্ত্রীর কাছে পৌঁছেছে বলে খবর । সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগ সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে ।
ধৃত অয়ন শীলের বাড়ি তল্লাশি চালিয়ে পুরসভার নিয়োগ সংক্রান্ত একাধিক উল্লেখযোগ্য তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা । তারপর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছে পুরসভা নিয়োগ দুর্নীতি । তদন্তে নেমে ১৪ টি পুরসভায় তল্লাশি চালিয়ে ২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য উঠে আসে গোয়েন্দাদের হাতে । তালিকায় ছিল দক্ষিণ দমদম পুরসভার নাম ।
আর ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান ছিলেন সুজিত বসু । সেকারণেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । এবার মন্ত্রী হাজিরা দেন কি না, সেদিকেই নজর রয়েছে সকলের ।
We hate spam as much as you do