প্রতি মাসে ৭৫০টাকা বৃদ্ধি হলো। অন্যান্য ক্ষেত্রে (ফুরণ) শ্রমিকদের বিগত মজুরির উপর ৪%হারে বৃদ্ধি হলো
ইউনিয়নগুলোর উদ্যোগে বারাসাতে টালি ইটভাটা শ্রমিক কর্মচারীদের মজুরি বৃদ্ধি-
ইটভাটার শ্রমিক। প্রতিদিন দেহের সাথে যুদ্ধ। এই যুদ্ধের সাথে কম বেতন। পরিবার ধুঁকছে। বাড়ির নাবালক ছেলেটাও কাজে লেগে পড়ছে। বহুদিন ধরে এদের বেতন বাড়ানোর দাবী নিয়ে আন্দোলন চলছে।
শেষ পর্যন্ত কিঞ্চিত সাফল্য। তাই বা কম কিসের?
ইউনিয়ন গুলির যৌথ কমিটির নেতৃত্বে বারাসাতে টালি ইটভাটা শ্রমিক কর্মচারীদের মজুরি বৃদ্ধি হল। ২৫.৭.২১ তারিখ দীর্ঘ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বারাসাত অঞ্চলের টালি ইটভাটা শ্রমিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হলো।
২০২০/২১ সালের জন্য কর্মচারীদের (মুন্সী, নাইট গার্ড ইত্যাদি) প্রতি মাসে ৭৫০টাকা বৃদ্ধি হলো। অন্যান্য ক্ষেত্রে (ফুরণ) শ্রমিকদের বিগত মজুরির উপর ৪%হারে বৃদ্ধি হলো। কর্মচারীদের বোনাস ৬৪ দিনের সমতুল্য মজুরি। যৌথ আলোচনায় ইউনিয়ন গুলির পক্ষে অংশ নেন রামপদ দাস (সি আইটিইউ), স্বপনকুমার রায়(আইএনটিটিইউসি), আব্দুল রফিক (টিইউসিসি) । মালিক দের পক্ষে সম্পাদক সহ কর্মকর্তা গন।
এই চুক্তিতে কিছুটা খুশি শ্রমিকরা তবে ন্যুনতম বেতনের সংগ্রাম চলবে বলে ইউনিয়নের নেতৃবৃন্দ জানান।
We hate spam as much as you do