Tranding

11:20 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / দুপুরে সেক্টর ফাইভে, ভর সন্ধ্যায় নিউটাউনে ভয়াবহ আগুন, দমকল ইঞ্জিন

দুপুরে সেক্টর ফাইভে, ভর সন্ধ্যায় নিউটাউনে ভয়াবহ আগুন, দমকল ইঞ্জিন

উল্লেখ্য শুক্রবার দুপুরে হঠাৎই সল্টলেক সেক্টর ফাইভ চত্বরের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ওই রাসায়নিক কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল বলে জানা গিয়েছে। তা থেকেই বিস্ফোরণ বলে অনুমান। প্রথমে স্থানীয়রাই আগুন দেখতে পান। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে কারখানা থেকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পরপর ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ।

দুপুরে সেক্টর ফাইভে, ভর সন্ধ্যায় নিউটাউনে ভয়াবহ আগুন, দমকল ইঞ্জিন

দুপুরে সেক্টর ফাইভে, ভর সন্ধ্যায় নিউটাউনে ভয়াবহ আগুন, দমকল ইঞ্জিন

 03 May 2025 
 

শুক্রবার সন্ধ্যায় শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ টাউন সেন্ট্রাল মল সংলগ্ন স্কুটি চার্জিং পয়েন্টে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। সেন্ট্রাল মলের নিকটবর্তী হওয়ায় ছড়িয়ে পড়ে চূড়ান্ত আতঙ্ক। প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।

আবারও শহরে বিরাট অগ্নিকাণ্ড। দুপুরেই সেক্টর ফাইভের কেমিক্যাল ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর সন্ধ্যায় নিউ টাউন সেন্ট্রাল মল সংলগ্ন স্কুটি চার্জিং পয়েন্টে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন লাগানোর কাজ শুরু করে। প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে নিউটাউন থানার পুলিশ। গোটা এলাকা খালি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ে চূড়ান্ত আতঙ্ক। 

 

উল্লেখ্য শুক্রবার দুপুরে হঠাৎই সল্টলেক সেক্টর ফাইভ চত্বরের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ওই রাসায়নিক কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল বলে জানা গিয়েছে। তা থেকেই বিস্ফোরণ বলে অনুমান। প্রথমে স্থানীয়রাই আগুন দেখতে পান। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে কারখানা থেকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পরপর ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। 

শুক্রবার দুপুর এবং সন্ধ্যায় শহরের দুই ব্যস্ত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রথম ঘটনাটি ঘটে সল্টলেক সেক্টর ফাইভে, একটি রাসায়নিক কারখানায়। দুপুরবেলা আচমকাই আগুন লাগে কারখানাটিতে। মুহূর্তের মধ্যে পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা চত্বর।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানার ভিতরে প্রচুর দাহ্য রাসায়নিক মজুত ছিল, যা থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে । স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন লক্ষ্য করেন এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলে।

সন্ধ্যায় দ্বিতীয় ঘটনাটি ঘটে নিউ টাউনের সেন্ট্রাল মল সংলগ্ন একটি ইলেকট্রিক স্কুটি চার্জিং পয়েন্টে, যেখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকায়। সেন্ট্রাল মলের কাছাকাছি হওয়ায় বিপদের আশঙ্কায় তড়িঘড়ি এলাকা খালি করে দেওয়া হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন এবং নিউ টাউন থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এখনো পর্যন্ত বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি ঘটনাই শহরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Your Opinion

We hate spam as much as you do