। মৃণাল বাবু বলেন ঐতিহাসিক জমায়েত হবে বারাসতের কাছের কাছারি ময়দানে এবং এই বিষয়ে আদালতের নির্দেশ মান্যতা দিয়ে পুলিশ প্রশাসনকে সমস্ত রকম সহযোগিতা করার আবেদন জানান।
৬ই জুন বারাসাতে সিপিআইএমের সমাবেশের অনুমতি দিল হাইকোর্ট
৫জুন ২০২৩
বারাসাতের কাছারি ময়দানে উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএমের যে গণ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল তা কাছারি ময়দান সংস্কারের অভিযোগে অজুহাতে সরকার থেকে সমাবেশ বাতিল করে দেওয়ার অনুমতি প্রত্যাহার করে নেয়া নেওয়া হয় ৩১শে মে, এই প্রত্যাহারের আদেশ-অগণতান্ত্রিক বলে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়।
কলকাতা হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছে এই প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল হবে এবং বারাসাতের কাছারি ময়দানে সিপিআইএমের সমাবেশ করতে পারবে।
সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক মৃণাল চক্রবর্তী জানান গত ১১ই মে কাছারি ময়দান ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল জেলা ভূমি সংস্কার প্রশাসনের কাছ থেকে সেই মোতাবেক ১৭ই মে জেলা ভূমি সংস্কার দপ্তর থেকে সিপিআইএমকে এই মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে গত ৩১ শে মে ওই দপ্তর থেকেই একটি চিঠিতে জানানো হয়, ২রা জুন থেকে এই মাঠ সংস্কার করার কাজ শুরু হবে। তাই কোন সভা-সমাবেশ করা যাবে না। মৃণাল চক্রবর্তী অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের চাপে জেলা প্রশাসন তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। এরপর জেলা সিপিআইএমের পক্ষ থেকে পুনরায় আবেদন করা হয় মাঠ সংস্কারের কাজ ৭ই মে থেকে শুরু হোক। কিন্তু এই বিষয়ে জেলা প্রশাসন কোন উত্তর দেয়নি। তাই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়। কলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, যে রাজনৈতিক দলের সমাবেশ করতে অনুমতি দিতে হবে। মৃণাল চক্রবর্তী অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এমন একটি পর্যায়ে চলে গেছে যে তারা বামপন্থীদের সমাবেশ কে ভয় পাচ্ছে।
মৃণাল বাবু বলেন ঐতিহাসিক জমায়েত হবে বারাসতের কাছের কাছারি ময়দানে এবং এই বিষয়ে আদালতের নির্দেশ মান্যতা দিয়ে পুলিশ প্রশাসনকে সমস্ত রকম সহযোগিতা করার আবেদন জানান।
We hate spam as much as you do