গোটা দেশজুড়ে শ্রমিকরা বিপদে। রাজ্যের সবচেয়ে শ্রম নিবিড় শিল্প চটশিল্পের শ্রমিকরা সংকটে। সেই সঙ্গে রাজ্যের দশলক্ষ পাটচাষীও সংকটে। মালিক পক্ষকে কোনোভাবেই বিরক্ত করতে রাজী নয় রাজ্যের সরকার। তাই আগামী ৭ই জানুয়ারী বিসিএমইউ এর নেতৃত্বে আইজেএম অফিসে বিক্ষোভ জানাবে চটশ্রমিকরা।
শ্যামনগর ওয়েবারলি জুটমিল খোলার দাবীতে শ্রমিক সমাবেশ
ওয়েবারলি জুট মিল আজ প্রায় ১৩ মাস বন্ধ। পাটের জোগান না থাকাটাই মালিক পক্ষের অভিযোগ। কিন্তু বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের অভিযোগ মালিকপক্ষ মিথ্যাচরন করছে। আসলে তারা নিজেদের সমস্যার কারনে উৎপাদন চালু করছে না।
এরই প্রতিবাদে বছরের শেষ সন্ধ্যায় ওয়েবারলি জুট মিলের নিকটে বিক্ষোভ সভা হল। সভায় বক্তা ছিলেন চটকল আন্দোলনের রাজ্য নেতা সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু, জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি, সোমনাথ সরকার, বাবলি দে সহ অন্যান্য।
অনাদিবাবু বলেন গোটা দেশজুড়ে শ্রমিকরা বিপদে। রাজ্যের সবচেয়ে শ্রম নিবিড় শিল্প চটশিল্পের শ্রমিকরা সংকটে। সেই সঙ্গে রাজ্যের দশলক্ষ পাটচাষীও সংকটে। মালিক পক্ষকে কোনোভাবেই বিরক্ত করতে রাজী নয় রাজ্যের সরকার। তাই আগামী ৭ই জানুয়ারী বিসিএমইউ এর নেতৃত্বে আইজেএম অফিসে বিক্ষোভ জানাবে চটশ্রমিকরা।
অবিলম্বে সমস্ত বন্ধ জুটমিল খোলার দাবী জানান।
অন্যান্য বক্তারা বন্ধ কারখানার শ্রমিকের চরম দূর্দশার কথা বর্ণনা করেন।
We hate spam as much as you do