তিনি এদিন এও জানান সোমবার প্রাথমিক পর্যায়ে বসিরহাট কলেজে ৯৯২,হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে ৩১২জন,কালিনগর কলেজে৭০৩জন,টাকী সরকারি মহাবিদ্যালয়ে ১৮৫৮জনকে দেওয়া হবে তাদেরকে পছন্দ অনুযায়ী কোভিশিল্ড এবং কোভ্যাকসিন।
নিজস্ব সংবাদদাতা:বসিরহাট,৩ অক্টোবর-সোমবার বসিরহাট মহকুমার কলেজগুলিতে কলেজ পড়ুয়াদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।প্রতিটি কলেজে চারটি করে কাউন্টার থাকবে।ভ্যাকসিনেশন চলাকালীন তদারকিতে থাকবেন কলেজ অধ্যক্ষ, বসিরহাট স্বাস্থ্য জেলার আধিকারিকবৃন্দ এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা।রবিবার এমনই জানান বসিরহাট স্বাস্থ্য জেলার ডেপুটি সি এম ও এইচ তথা নোডাল অফিসার চিকিৎসক শ্যামল বিশ্বাস।তিনি এদিন এও জানান সোমবার প্রাথমিক পর্যায়ে বসিরহাট কলেজে ৯৯২,হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে ৩১২জন,কালিনগর কলেজে৭০৩জন,টাকী সরকারি মহাবিদ্যালয়ে ১৮৫৮জনকে দেওয়া হবে তাদেরকে পছন্দ অনুযায়ী কোভিশিল্ড এবং কোভ্যাকসিন।
অন্যান্য কলেজগুলিতে একদিনের ব্যবস্থা রাখা হলেও টাকী সরকারি মহাবিদ্যালয়ে সোম এবং মঙ্গল এই দুদিন ধরে ভ্যাকসিনেশনের ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়াও মহকুমার আরও দুটি কলেজ হলো স্বরূপনগরে শহীদ নুরুল আমিন কলেজ এবং মিনাখাঁয় হুমায়ূন কবির মহাবিদ্যালয়।
এই দুটি কলেজের মধ্যে শহীদ নুরুল ইসলাম কলেজে আগামী ৫ অক্টোবর ৪৭৬ জনকে অনুরূপভাবে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে।মিনাখাঁয় হুমায়ুন কবির মহাবিদ্যালয়ে কবে ভ্যাকসিন দেওয়া হবে তা অবশ্য এখনো কোন দিনক্ষণ ঠিক করা হয় নি বলে এদিন তিনি জানান।প্রথম পর্যায়ের ভ্যাকসিনেশনের পর দ্বিতীয় পর্যায়ে কলেজগুলিতে ভ্যাকসিনেশনের চিন্তা ভাবনা আছে বসিরহাট জেলা স্বাস্থ্য দপ্তরের সে বিষয়টিও জানানো হয়।
We hate spam as much as you do