Tranding

05:14 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / চিংড়িহাটায় জোরে বক্স বাজানোর প্রতিবাদী যুবক খুন অভিযুক্তকে বেধড়ক মার

চিংড়িহাটায় জোরে বক্স বাজানোর প্রতিবাদী যুবক খুন অভিযুক্তকে বেধড়ক মার

অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে পথ অবরোধ করেন তাঁরা। এরই মধ্যে ট্যাক্সি করে চুপিসারে এলাকায় ঢোকার চেষ্টা করেন বিট্টু। স্থানীয় কয়েকজন যুবক তাঁকে পাকড়াও করতেই, এলাকার বাসিন্দারা তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ এসে তাঁকে কোনো রকমে উদ্ধার করে, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। তাৎপর্যপূর্ণ ভাবে, পুলিশের সামনেই উন্মত্ত জনতা তাঁকে এলোপাথাড়ি মারধর করে। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা।

চিংড়িহাটায় জোরে বক্স বাজানোর প্রতিবাদী যুবক খুন অভিযুক্তকে বেধড়ক মার

চিংড়িহাটায় জোরে বক্স বাজানোর প্রতিবাদী যুবক খুন অভিযুক্তকে বেধড়ক মার

 26th November 2023


জগদ্ধাত্রী পুজোর ভাসানে গান চালানোকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা, হাতাহাতি, শেষমেশ রক্তারক্তি কাণ্ড ঘটে কলকাতার চিংড়িহাটায়। গান চালানো বন্ধ করতে বলায় বন্ধুর গলায় কাঁচি চালিয়ে দিল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে চিংড়িহাটা এলাকায়। পুলিশের সঙ্গেও ঝামেলায় জড়ান উত্তেজিত জনতা।


পশ্চিমবঙ্গ কি অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে? খাস কলকাতা সংলগ্ন এলাকাতেই ফের প্রকাশ্যে খুন!  চিংড়িঘাটার বাসন্তী দেবী কলোনিতে কাঁচির আঘাতে প্রাণ হারালেন স্থানীয় যুবক সাহেব আলি সর্দার। স্বাভাবিক ভাবেই, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও একবার প্রশ্নের মুখে। ঘটনার সূত্রপাত শনিবার রাত্রে। জগদ্ধাত্রী পূজোর শোভাযাত্রায় জোরে গান বাজানোকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন নিহত যুবক সাহেব আলি এবং এলাকার ত্রাস বিট্টু সর্দার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাগনবিতন্ডার মধ্যে আচমকাই কাঁচি দিয়ে সাহেবকে আঘাত করতে থাকেন বিট্টু। নিহতের ঘাড়ে, গলায়, পেটে একাধিকবার আঘাত করেন অভিযুক্ত। সাহেব আলি মাটিতে লুটিয়ে পড়তেই চম্পট দেন ধৃত। রক্তাক্ত অবস্থায় সাহেবকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় যুবকরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রবিবার সকালে,তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। 


অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে পথ অবরোধ করেন তাঁরা। এরই মধ্যে ট্যাক্সি করে চুপিসারে এলাকায় ঢোকার চেষ্টা করেন বিট্টু। স্থানীয় কয়েকজন যুবক তাঁকে পাকড়াও করতেই, এলাকার বাসিন্দারা তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ এসে তাঁকে কোনো রকমে উদ্ধার করে, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। তাৎপর্যপূর্ণ ভাবে, পুলিশের সামনেই উন্মত্ত জনতা তাঁকে এলোপাথাড়ি মারধর করে। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। তাঁদের অভিযোগ এর আগেও বিভিন্ন অপরাধে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন অভিযুক্ত। কিন্তু প্রত্যেকবারই প্রমাণের অভাবে তিনি ছাড়া পেয়ে যান। তাঁর অত্যাচারে সাধারণ মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছিল। একাধিকবার পুলিশে অভিযোগ জানানো হলেও, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 

 রবিবার সকাল থেকেই সমগ্র অঞ্চল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলে, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা এবং স্থানীয় বিধায়ক সুজিত বসু ঘটনাস্থলে উপস্থিত হন । তাঁদের সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, অভিযুক্ত যুবকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সমাজ বিরোধীদের দৌরাত্ম্য, তোলাবাজি, চাঁদার জুলুম এবং সর্বোপরি পুলিশি নিষ্ক্রিয়তা। রাজ্যের সর্বত্র কান পাতলে এই ধরণের অভিযোগ ভেসে আসছে। চিংড়িঘাটার ঘটনা কোনো ব্যতিক্রম নয়। সবমিলিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা বড়সড় প্রশ্ন চিহ্নের সামনে।

Your Opinion

We hate spam as much as you do