সাঁতার শিখতে আসা কচিকাঁচাদের অভিভাবকরা প্রশিক্ষকের শাস্তির দাবিতে বারাকপুর-বারাসত রোড অবরোধ করেন। এরপর টিটাগড় থানার পুলিস এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ওই ক্লাবের অন্যতম কর্তা উত্তম দাস বলেন, ৩০ বছর ধরে সুইমিং ক্লাব চলছে।
বারাকপুরে ক্লাবের সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে শিশুর মৃত্যু
20 june 2024
বারাকপুরের নোনা চন্দনপুকুরের একটি ক্লাবের সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মৃতের নাম প্রতীক বিশ্বাস। বয়স আট বছর। বাড়ি বারাকপুরের বটতলা এলাকায়। বারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে দু’বছর ধরে সাঁতার শিখত সে। এদিন সাঁতার শেখার পর জল সে উঠে আসে। পরে আবার জলে নামলে তলিয়ে যায় প্রতীক। পরিবারের অভিযোগ, প্রশিক্ষকের গাফিলতিতে মারা গিয়েছে প্রতীক। প্রশিক্ষণ শেষে জল থেকে শিশুটি উঠে না আসার পর যখন তাদের অভিভাবক জিজ্ঞেস করেন যে আমার ছেলে জল থেকে কিন্তু ওঠেনি তখন কোচ যিনি ছিলেন তিনি নাকি বলেন দেখুন জল থেকে উঠে বাড়ি চলে গেছে। অথচ কিছুক্ষণ পরেই তার দেহ উদ্ধার করা হয়।তাকে বারাকপুরে একটি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
সাঁতার শিখতে আসা কচিকাঁচাদের অভিভাবকরা প্রশিক্ষকের শাস্তির দাবিতে বারাকপুর-বারাসত রোড অবরোধ করেন। এরপর টিটাগড় থানার পুলিস এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ওই ক্লাবের অন্যতম কর্তা উত্তম দাস বলেন, ৩০ বছর ধরে সুইমিং ক্লাব চলছে। এই প্রথম এমন ঘটনা ঘটল। কী করে যে ঘটে গেল, কেউ বুঝতে পারেনি।
We hate spam as much as you do