Tranding

02:19 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / খড়দায় বাম যুবপ্রার্থী চল্লিশের নীচের দেবজ্যোতি, সত্তরোর্ধ প্রবীন শোভনদেববাবুর বিরুদ্ধে

খড়দায় বাম যুবপ্রার্থী চল্লিশের নীচের দেবজ্যোতি, সত্তরোর্ধ প্রবীন শোভনদেববাবুর বিরুদ্ধে

খড়দার উপনির্বাচনে আবার বামফ্রন্ট প্রার্থী হচ্ছেন এস এফ আই এর প্রাক্তন রাজ্য সম্পাদক বর্তমানে বাম যুব সংগঠন ডিওয়াইএফ এর জেলা সভাপতি বছর পঁয়ত্রিশের দেবজ্যোতি দাস। এর আগে কাজল সিনহা ও শীলভদ্র দত্তের বিরুদ্ধে ছিলেন সর্বকনিষ্ঠ দেবজ্যোতি।

খড়দায় বাম যুবপ্রার্থী চল্লিশের নীচের দেবজ্যোতি, সত্তরোর্ধ প্রবীন শোভনদেববাবুর বিরুদ্ধে

খড়দায় বাম যুবপ্রার্থী চল্লিশের নীচের দেবজ্যোতি, সত্তরোর্ধ প্রবীন শোভনদেববাবুর বিরুদ্ধে 

খড়দার উপনির্বাচনে আবার বামফ্রন্ট প্রার্থী হচ্ছেন এস এফ আই এর প্রাক্তন রাজ্য সম্পাদক বর্তমানে বাম যুব সংগঠন ডিওয়াইএফ এর জেলা সভাপতি বছর পঁয়ত্রিশের দেবজ্যোতি দাস। এর আগে কাজল সিনহা ও শীলভদ্র দত্তের বিরুদ্ধে ছিলেন সর্বকনিষ্ঠ দেবজ্যোতি। 
অপর বিরোধী প্রার্থী বিজেপির জয় সাহা।


ফল প্রকাশের আগেই জয়ী তৃণমূল প্রার্থী কাজল বাবুর করোনায় দুঃখজনক মৃত্যু হবার পর উপনির্বাচন অবস্বম্ভাবী হয়ে যায়। আগামী ৩০শে অক্টোবর নির্বাচন। আজ দেবজ্যোতি মনোনয়ন জমা দেন। তিনি বলেন এই সব তৃণমূল, বিজেপি প্রার্থীরা নিজেদের নিয়েই ব্যস্ত। এরা সাধারন মানুষের কথা বলে না। 


বামফ্রন্টের গুরুত্বপূর্ণ তরুন মুখের সমাহার এবারের নির্বাচনে দেখা গেছে। তবুও চলতি একটা কথা বারবার বলা হয় যে বামেদের সবাই বয়স্ক। 

অথচ এই খড়দা নির্বাচনে উচ্চশিক্ষিত যুব প্রার্থী দেবজ্যোতি নিশ্চিতরূপে নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী। অপর দিকে বাম, বিজেপি উভয় থেকেই যথেষ্ট প্রবীন শোভনদেববাবু। তাই আগামী সময়ে খড়দহে নতুন পূরাতনের লড়াইয়ে কে জিতবেন তা ভবিষ্যৎ বলবে।

Your Opinion

We hate spam as much as you do