Tranding

11:18 AM - 01 Dec 2025

Home / Entertainment / নোবেল শান্তি ট্রাম্পের নয় মার্কিন পন্থী ভেনেজুয়েলার দক্ষিণপন্থী নেত্রী মারিয়া মাচাদো'র

নোবেল শান্তি ট্রাম্পের নয় মার্কিন পন্থী ভেনেজুয়েলার দক্ষিণপন্থী নেত্রী মারিয়া মাচাদো'র

নোবেল শান্তি ট্রাম্পের নয় মার্কিন পন্থী ভেনেজুয়েলার দক্ষিণপন্থী নেত্রী মারিয়া মাচাদো'র

নোবেল শান্তি ট্রাম্পের নয় মার্কিন পন্থী ভেনেজুয়েলার দক্ষিণপন্থী নেত্রী মারিয়া মাচাদো'র


 10 October 2025 

 

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন না ডোনাল্ড ট্রাম্প, তবে মার্কিন প্রেসিডেন্ট না পেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থনপুষ্ট স‍্যাভেজ মাদুরো বিরোধী ভেনেজুয়েলার দক্ষিণপন্থী বিরোধী  নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (Maria Corina Machado)   তবে এই পুরস্কারের জন্য জোর গলায় নিজের নাম তুলছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, “আটটা যুদ্ধ থামিয়েছি, আমি নোবেল না পেলে কে পাবে?” কিন্তু শেষ পর্যন্ত নোবেল কমিটি বেছে নিল এক মার্কিন পন্থী রাজনৈতিক মহিলাকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে বলছিলেন যে, তিনি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য। তাঁর দাবি, তাঁর মেয়াদকালেই আটটি যুদ্ধের অবসান ঘটেছে। কিন্তু নোবেল কমিটি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে— এবার তার হবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের বিরোধী 
স‍্যাভেজ - মাদুরোর শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছেন মাচাদো। বলা হয়েছে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তাঁর নিরলস সংগ্রামের জন্যই এই সম্মান। নরওয়ের অসলো শহর থেকে বৃহস্পতিবার নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস ঘোষণা করেন, “মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার সাম্প্রতিক সময়ের অন্যতম সাহসী নাগরিক আন্দোলনের প্রতীক। তিনি বন্দুক নয়, ব্যালটের শক্তিতে লড়াইয়ের পথ বেছে নিয়েছেন।”

সদ্য বিশ্ব শান্তিতে নোবেল জয়ী 'মারিয়া করিনা মাচাদো'র পরিচিতি হোল ভেনেজুয়েলার বিরোধী নেতা, Vente Venezuela নামক ডানপন্থী উদারপন্থী দলের প্রতিষ্ঠাতা।নিকোলাস মাদুরোর সরকারকে “অবৈধ সমাজতান্ত্রিক স্বৈরাচার” বলে আখ্যা দেন। একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইউরোপ সফরে গিয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেছেন। পশ্চিমা মিডিয়া “গণতন্ত্রের যোদ্ধা” হিসেবে তুলে ধরেলেও,  সমালোচকেরা তাকে ওয়াশিংটনের সমর্থিত পুতুল রাজনৈতিক নেতা বলেও আখ্যা দিয়ে থাকেন।.২০১৮ সালে তিনি ইসরায়েলের বিশ্ব সমালোচিত প্রেসিডেন্ট নেতানিয়াহুকে চিথি লিখে ভেনেজুয়েলায় সামরিক আক্রমণ করে মাদুরো সরকারকে উৎখাত করার আহ্বান জানান । 

ক্যারিবিয়ান উপকুলে যুদ্ধের দামামা চলছেই। মাদুরোর বিরুদ্ধে আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ শুরু করেছে, ড্রাগের বোট বলে বোম মেরে একের পর এক বোট মানুষ সহ মেরে উড়িয়ে দিচ্ছে। এরকম পরিস্থিতিতে বিশ্ব শান্তিতে 'মাচাদোর' নোবেল পাওয়া আং সান সু চি (মিয়ানমার)  এর কথা মনে করিয়ে দেয়।প্রথমে বিশ্বব্যাপী নৈতিক নায়ক বানানো হবে,ারপর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা বাড়বে,এরপর বিদেশি অর্থনৈতিক ও সামরিক চাপ “গণতন্ত্র পুনঃস্থাপন” এর অজুহাতে বাড়ানো হবে। ভেনেজুয়েলার বিপুল খনিজ তেল ভাণ্ডার দখল এক মার্কিন উদ্দেশ্য । সেক্ষেত্রে এই পুরস্কার দান যথেষ্ট তাৎপর্য বহন করে

নোবেল শান্তি পুরস্কার ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের (Alfred Nobel) ইচ্ছাপত্র অনুযায়ী চালু হয়। এই পুরস্কার দেয় নরওয়ের নোবেল কমিটি। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার রক্ষা ও মানবতার পক্ষে অসাধারণ অবদান রাখা ব্যক্তি বা সংস্থাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। গত বছর এটি পেয়েছিল হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া মানুষের সংগঠন নিহোন হিদানকো (Nihon Hidankyo)।

নোবেল কমিটি মাচাদোকে “আলোর পথযাত্রী” হিসেবে আখ্যা দিয়েছে   কিন্তু বিতর্ক চলবে বিশ্বজুড়ে ।

Your Opinion

We hate spam as much as you do