Tranding

11:22 AM - 01 Dec 2025

Home / National / ট্রাম্পের শুল্ক আঘাতে ভারতে শেয়ার বাজার বিধ্বস্ত ধস ! ৪.৪ লক্ষ কোটির মূলধন উধাও

ট্রাম্পের শুল্ক আঘাতে ভারতে শেয়ার বাজার বিধ্বস্ত ধস ! ৪.৪ লক্ষ কোটির মূলধন উধাও

ট্রাম্পের শুল্ক আঘাতে ভারতে শেয়ার বাজার বিধ্বস্ত ধস ! ৪.৪ লক্ষ কোটির মূলধন উধাও

ট্রাম্পের শুল্ক আঘাতে ভারতে শেয়ার বাজার বিধ্বস্ত ধস ! ৪.৪ লক্ষ কোটির মূলধন উধাও; 

29 Aug 2025 


গত মঙ্গলবার গণেশ চতুর্থীর আগের দিন বাজার বন্ধের সময় পতনের ইঙ্গিত দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপে এবার রক্তাক্ত হল শেয়ার বাজার। বুধবার থেকে ভারতীয় পণ্যের  উপর ৫০ শতাংশের রফতানি শুল্ক কার্যকর হওয়ার পর থেকেই বাজারে বিনিয়োগকারীদের (US Tariff) মনে আশঙ্কা, আতঙ্ক ও হতাশা জেগেছে আর এই কারণে আজ বৃহস্পতিবার বাজার খোলার পর থেকেই ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। আজ দুপুর ১টা নাগাদ সেনসেক্স সূচক ৫০০ পয়েন্টেরও বেশি পতনে নেমে এসেছে।


অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০-ও ২৪,৭০০-র নিচে ট্রেড করছে গতকাল বেলা ১টা পর্যন্ত । আজ সকালে বাজার খোলার সময়েই ৫০ পয়েন্ট নেমেছিল নিফটি আর ১০০ পয়েন্ট গ্যাপ ডাউনে খুলেছিল সেনসেক্স সূচক। সকাল ৮টা ৩৪ মিনিটে গিফট নিফটি ১০০ পয়েন্ট কমে ২৪,৬৫০-এর স্তরে নেমে এসেছে যা দিনের শুরুতে দুর্বলতার ইঙ্গিত দেয়। প্রি-মার্কেট সেশনে সেনসেক্স ও নিফটি উভয় সূচকই পতনের ইঙ্গিত দেয়। এর মধ্যে ৩০ শেয়ারের সূচক সেনসেক্সে আজ সবথেকে বেশি গতি দেখা গিয়েছে ইটারনাল, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেইন্টস, আদানি পোর্টস, বাজাজ ফিনসার্ভের মত শেয়ারে। অন্যদিকে পতন দেখা গিয়েছে  এইচডিএফসি ব্যাঙ্ক, এইচসিএল টেক, ইনফোসিস, পাওয়ারগ্রিড, আলট্রাটেক সিমেন্টের শেয়ারে।


নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস সূচক আজ ০.৭৯ শতাংশ ধসে গিয়েছে, আর আইটি সূচক আরও বেশি ০.৯০ শতাংশ ধসে গিয়েছে। এরপরে মিডস্মল আইটি ও টেলিকম সূচক ০.৭৪ শতাংশ হ্রাস পেয়েছে। সকাল ৯টা ২৬ নাগাদ সেনসেক্স সূচক আরও ৬০০ পয়েন্ট ভেঙে ৮০,২০০ স্তরের নিচে নেমে চলে আসে। মার্কিনি শুল্ক আরোপের কারণে ভারতের টেক্সটাইল, সামুদ্রিক খাবার, রত্ন ও অলঙ্কার এই পদক্ষেপের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Your Opinion

We hate spam as much as you do