পুরুষদের এশিয়া কাপ থেকে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। টানা চার রবিবার বাইশগজে মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। রেজাল্ট অবশ্যই ভারতের পক্ষে। এশিয়া কাপের গ্রুপ ও সুপার ফোর পর্বে একপেশে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ফাইনালে কিছুটা লড়াই করেছিল পাকিস্তান। তবে তিলক ভার্মার বিধ্বংসী ইনিংসে পাকিস্তানকে হারিয়েই এশিয়া কাপ জিতেছিল ভারত। এ বার মেয়েদের বিশ্বকাপের লিগ পর্বে পাকিস্তানকে দুরমুশ করল ভারত। টস কান্ডে ভারতের হার। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দল। পরিসংখ্যান বদলাতে পারল না পাকিস্তান। ওয়ান ডে ফর্ম্যাটে সব মিলিয়ে ১২ বারের মধ্যে ১২টি জয় ভারতের। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ৫-০ করল ভারত। কলম্বোয় ৮৮ রানের বড় জয় হরমনপ্রীত কৌরদের।
টানা চার রবিবার, এবার একদিনের ম্যাচে ভারতের মহিলা দলও পাকিস্তানকে হারাল
Oct 05, 2025
প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল ভারতীয় মহিলা দল। পরিসংখ্যান বদলাতে পারল না পাকিস্তান। ওয়ান ডে ফর্ম্যাটে সব মিলিয়ে ১২ বারের মধ্যে ১২টি জয় ভারতের। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ৫-০ করল ভারত। কলম্বোয় ৮৮ রানের বড় জয় হরমনপ্রীত কৌরদের।
পুরুষদের এশিয়া কাপ থেকে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। টানা চার রবিবার বাইশগজে মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। রেজাল্ট অবশ্যই ভারতের পক্ষে। এশিয়া কাপের গ্রুপ ও সুপার ফোর পর্বে একপেশে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ফাইনালে কিছুটা লড়াই করেছিল পাকিস্তান। তবে তিলক ভার্মার বিধ্বংসী ইনিংসে পাকিস্তানকে হারিয়েই এশিয়া কাপ জিতেছিল ভারত। এ বার মেয়েদের বিশ্বকাপের লিগ পর্বে পাকিস্তানকে দুরমুশ করল ভারত। টস কান্ডে ভারতের হার। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দল। পরিসংখ্যান বদলাতে পারল না পাকিস্তান। ওয়ান ডে ফর্ম্যাটে সব মিলিয়ে ১২ বারের মধ্যে ১২টি জয় ভারতের। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ৫-০ করল ভারত। কলম্বোয় ৮৮ রানের বড় জয় হরমনপ্রীত কৌরদের।
জয় মানেই কি নিখুঁত? একেবারেই নয়। প্রথম ভুলটা অবশ্য ম্যাচ রেফারির। যেটা তিনি টসে করেন। কয়েন তুলেছিলেন হরমনপ্রীত কৌর। পাক ক্যাপ্টেন টেল বলেন। পড়ে হেড। ম্যাচ রেফারি বলেন, হেড পড়েছে, পাকিস্তান টস জিতেছে। ভারত অধিনায়ক কোনও প্রতিবাদ করেননি। ভুলে টস হারে ভারতের কোনও ক্ষতি হয়নি। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডারের প্রত্যেক ব্যাটারই শুরুটা মজবুত করেছেন। কিন্তু সেট হয়েও বড় স্কোর করতে ব্যর্থ সকলেই। ভারতীয় ইনিংসে সর্বাধিক স্কোর হললীন দেওলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫ রানে ফিরেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ৪৬ রানে।
ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে না পারাটা ভারতীয় ব্যাটারদের কাছে হতাশার। এই তালিকায় রয়েছেন খোদ ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরও। নির্ধারিত ৫০ ওভারে শেষ অবধি ২৪৭ রানে অলআউট হয় ভারত। এই স্কোর অবধি পৌঁছনো সম্ভব হত না। রিচা ঘোষ মাত্র ২০ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংসে অপরাজিত থাকেন। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে প্রথম বার পাকিস্তানের বিরুদ্ধে অলআউট হয় ভারত।
বোর্ডে ২৪৮ রানের টার্গেট। পাকিস্তানের জন্য তা ইমপসিবল ছিল। তার প্রথম কারণ পরিসংখ্যান। ওয়ান ডে ক্রিকেটে ২৪৩-র বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই পাকিস্তানের। আর ভারতের বিরুদ্ধে তো ওডিআতে কোনও ম্যাচই জেতেনি। সিদরা আমিনের ব্যাটিং পাকিস্তানের জন্য ইতিবাচক দিক। ভারতের ফিল্ডিংও এ দিন হতাশ করার মতোই হয়েছে। বেশ কিছু ক্যাচ ফসকেছে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে এই ভুলগুলো শোধরানোর পালা।
We hate spam as much as you do