সোশাল মিডিয়ায় এক পোস্টে রাহুল বলেন, 'প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।' পয়েন্ট তুলে ধরে নিজের কটাক্ষের যুক্তিও দেন রায়বরেলির সাংসদ। বিরোধী দলনেতার যুক্তি, 'এক, ভারত রাশিয়া থেকে তেল কেনা কবে বন্ধ করবে সেটা ঠিক করার অনুমতি মোদি ট্রাম্পকে দিয়ে রেখেছেন। দুই, বারবার পাত্তা না পাওয়ার পরও মাঝে মাঝেই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠান মোদি
ভারত রাশিয়ান তেল কিনবে না "মোদী ট্রাম্পকে ভয় পাচ্ছেন", তোপ রাহুলের
Oct 16, 2025
রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি এই আশ্বাস দিয়েছেন তাঁকে। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, “মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চিনও সেই একই পথে হাঁটুক।” সত্যিই কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত?
এদিকে ট্রাম্পের এই দাবির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলল ভারত। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, 'অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতীয় উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিগুলি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয়। স্থিতিশীল জ্বালানীর দাম এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি আমদানি নীতির লক্ষ্য। বাজারের স্থিতি বুঝে আমরা জ্বালানি উৎসে বৈচিত্র আনতে চাই।' এদিকে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমেরিকার ক্ষেত্রে যদি বলা হয়, আমরা বিগত কয়েক বছর ধরেই তাদের থেকে জ্বালানি আমদানি বৃদ্ধির চেষ্টা করেছি। গত একদশকে এই জ্বালানি আমদানি ক্রমে বেড়েছে। আমেরিকার বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ কছে। এই নিয়ে আমেরিকার সঙ্গে আমাদের আলোচনা চলছে।'
এরই মধ্যে রাহুলের কটাক্ষের বাণ। সোশাল মিডিয়ায় এক পোস্টে রাহুল বলেন, 'প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।' পয়েন্ট তুলে ধরে নিজের কটাক্ষের যুক্তিও দেন রায়বরেলির সাংসদ। বিরোধী দলনেতার যুক্তি, 'এক, ভারত রাশিয়া থেকে তেল কেনা কবে বন্ধ করবে সেটা ঠিক করার অনুমতি মোদি ট্রাম্পকে দিয়ে রেখেছেন। দুই, বারবার পাত্তা না পাওয়ার পরও মাঝে মাঝেই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠান মোদি। তিন, সদ্য অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করতে বাধ্য হয়েছে ভারত। চার, শার্ম আল শেখে গাজা-ইজরায়েল শান্তি চুক্তিতে উপস্থিত থাকার সাহস দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। পাঁচ, অপারেশন সিঁদুর নিয়ে এখনও একবার ট্রাম্পের দাবি খণ্ডন করতে পারেননি মোদি।'
অবশ্য এই প্রথম নয়, রাহুল গান্ধী এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীকে 'দুর্বল' বলে তোপ দেগেছেন রাহুল। বারবার অভিযোগ করেছেন, মোদি জমানায় ভারতীয় বিদেশনীতি চূড়ান্ত ব্যর্থ। বিহার ভোটের আগে রুশ তেল নিয়ে ট্রাম্পের এই ঘোষণাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আরও একবার মোদিকে দুর্বল হিসাবেই প্রমাণ করার চেষ্টা করলেন বিরোধী দলনেতা।
We hate spam as much as you do