Tranding

02:51 PM - 01 Dec 2025

Home / Other Districts / প‍্যালেস্টাইন সংহতিতে পার্ক স্ট্রিটে বামপন্থীদের মিছিল পুলিশি বাধা অতিক্রম করেই

প‍্যালেস্টাইন সংহতিতে পার্ক স্ট্রিটে বামপন্থীদের মিছিল পুলিশি বাধা অতিক্রম করেই

রাজ্য বামফ্রন্ট ও অন‍্যান‍্য বামপন্থী দলগুলোর পক্ষ থেকে কলকাতায় মিছিলের ডাক দেওয়া হয়েছিল। হো চি মিনের মূর্তির সামনে থেকে শুরু হয় মিছিল। হো চি মিন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মুখ। এই কর্মসূচি আইন অমান্য কর্মসূচি নয়। কিন্তু রাজ্য পুলিশ মিছিলের বাধা দিয়েছে।

প‍্যালেস্টাইন সংহতিতে পার্ক স্ট্রিটে বামপন্থীদের মিছিল পুলিশি বাধা অতিক্রম করেই

প‍্যালেস্টাইন সংহতিতে পার্ক স্ট্রিটে বামপন্থীদের মিছিল পুলিশি বাধা অতিক্রম করেই
 
17 Jun 2025  


মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই কর্মসূচি। গোটা দেশ জুড়ে এই কর্মসূচি হচ্ছে। রাজ্য বামফ্রন্ট ও অন‍্যান‍্য বামপন্থী দলগুলোর পক্ষ থেকে কলকাতায় মিছিলের ডাক দেওয়া হয়েছিল। হো চি মিনের মূর্তির সামনে থেকে শুরু হয় মিছিল। হো চি মিন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মুখ। এই কর্মসূচি আইন অমান্য কর্মসূচি নয়। কিন্তু রাজ্য পুলিশ মিছিলের বাধা দিয়েছে। 
জায়নবাদের যেই আগ্রাসন প্যালেস্তাইনের মানুষদের ওপর তার বিরুদ্ধে এই প্রতিবাদ। এখন দেখা যাচ্ছে ইরানের ওপর  হামলা চালিয়েছে ইজরায়েল। ইরানের সেনা কর্তা থেকে বিজ্ঞানী, সাধারণ নাগরিকদের হত্যা করা হয়েছে। বিপরীতে ইরান আক্রমণ হানছে ইজরায়েলে। আহত নিহত হচ্ছে উভয় দেশের সাধারণ অসামরিক মানুষ। গত দু'বছর ধরে বাধাহীনভাবে ইসরাইলের আক্রমণে প্রায় ৬০০০০ মানুষ শিশু এবং মহিলা সহ অজস্র অসামরিক মানুষ প্যালেস্টাইনে গাজায় নিহত হয়েছেন। গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সেখানে ত্রাণের জন্য খাবার পর্যন্ত পৌঁছে দেয়া হয়নি। এখনো গাজার সংকট তীব্র হয়ে রয়েছে। এখনো গাজার বিভিন্ন ভূখণ্ড জুড়ে ইসরাইল বোমা বর্ষণ করছে। যদিও ইসরাইল খানিকটা বিব্রত হয়েছে ইরানের সাথে বিবাদে জড়িয়ে। ইরান পাল্টা হানা দিচ্ছে এবং চারিদিকে যুদ্ধের আবহাওয়া।
অতীতে উপনিবেশবাদের সময় যুদ্ধ হতো এলাকা দখল করার জন্য এখন নয়া উপনিবেশবাদ। পুঁজিপতিরা বাজার দখল করতে চায় তাই তারা যুদ্ধ করছে। এরই বিরুদ্ধে বৃষ্টিস্নাত কলকাতায় সমস্ত বামফ্রন্ট ভুক্ত সহ অন্যান্য সমস্ত বামপন্থী দলগুলি একসঙ্গে প্যালেস্টাইনের উপর আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do