Tranding

08:36 PM - 01 Dec 2025

Home / Other Districts / হাওড়া,দূর্গাপুরে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ সিপিএমের

হাওড়া,দূর্গাপুরে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ সিপিএমের

সিপিএম নেতার মেয়ের টেলারিং এর দোকান আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, এই ক্ষেত্রেও অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে টেলারিং এর দোকান করেছিলেন এই সিপিএম নেতার মেয়ে ফিরোজা খাতুন, এখন সব আগুনে পুড়ে যাওয়ায় খাবেন কি? তা ভেবে কান্নায় ভেঙে পড়লেন তিনি। মোট চারটি মেশিন,ইন্টারলকিং মেশিন, প্রায় ৪০-৫০ হাজার টাকার ড্রেস মেটিরিয়াল ক্ষতি হয়।

হাওড়া,দূর্গাপুরে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ সিপিএমের

হাওড়া,দূর্গাপুরে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ সিপিএমের
 

০৭ জুন ২০২৪ 


 হাওড়ার ডোমজুড়ের কোরলা এলাকায় এ ভাবেই এক সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার।

লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই হাওড়ার বিভিন্ন জায়গায় শাসকদল সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। সিপিএম নেতৃত্বের দাবি, ডোমজুড় ও সাঁকরাইলে তাঁদের স্থানীয় নেতা-কর্মীদের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর করার পাশাপাশি বোমাবাজিও করছে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের অবশ্য দাবি, পারিবারিক বিবাদে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে। ওই সমস্ত ঘটনায় তৃণমূল যুক্ত নয়।


সিপিএমের অভিযোগ, মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ডোমজুড় এবং সাঁকরাইলে দলীয় নেতা-কর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। সিপিএম প্রার্থীর এজেন্ট হওয়ার ‘অপরাধে’ হামলা হয়েছে ডোমজুড়ের কোরলা, কারবালা, বাঁকড়া ও সাঁকরাইলের নতিবপুরে, দলীয় নেতা-কর্মীদের বাড়িতে। অভিযোগ, কোরলায় ভাঙচুর আটকাতে গেলে কেন্দ্রীয় বাহিনীর দিকে ইটপাটকেল ছোড়ে তৃণমূলের লোকজন। ইটের আঘাতে বাহিনীর এক জওয়ানের হাত ভেঙে যায়। সিপিএমের অভিযোগ, লিলুয়ার বামনগাছিতেও তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।


অন্য দিকে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়ার সানাপাড়ার বাসিন্দা ও দলের ডোমজুড় পূর্ব অঞ্চল কমিটির সম্পাদক ফজলুল রহমান সানার বাড়িতে নির্বাচনের ফল বেরোনোর পরদিন থেকেই তৃণমূল আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ সিপিএমের। তাদের দাবি, ওই সিপিএম নেতার বাড়ির পাশ দিয়ে মিছিল করে যাওয়ার সময়ে গালিগালাজ করা হচ্ছে, ইট ছোড়া হচ্ছে, দেওয়া হচ্ছে খুনের হুমকিও। আরও অভিযোগ, ওই পরিবারের এক সদস্যের চায়ের দোকান ভেঙে দিয়েছে তৃণমূল। সেই সিপিএম নেতার অভিযোগ, তিনি যেহেতু এলাকার ৩০টি বুথের দায়িত্বে ছিলেন, তাই তৃণমূলের আক্রোশ গিয়ে পড়েছে তাঁর উপরে। এখন তাঁকে এলাকাছাড়া করার চেষ্টা হচ্ছে। ফজলুল বলেন, ‘‘বুধবার রাতে তৃণমূলের ১৫-২০ জন সশস্ত্র দুষ্কৃতী বোমা, পিস্তল নিয়ে বাড়িতে আক্রমণ করে, তার পরে বাড়িতে পর পর বোমা ছোড়ে। ভাঙচুর করে বাড়ি লাগোয়া দোকানঘর। ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দিলেও গোটা পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি।’’


অন্য একটি ঘটনায় অভিযোগ, সাঁকরাইলের নতিবপুর ট্রাক টার্মিনালে যাঁরা সিপিএম করেন, সেই সমস্ত কর্মীকে কাজে যোগ দিতে বাধা দেওয়া হয়। তাঁদের হুমকি দিয়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। সিপিএমের হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন, ‘‘নির্বাচনের ফল ঘোষণার পর থেকে আমাদের স্থানীয় নেতা, কর্মী, সমর্থকদের উপরে শারীরিক আক্রমণ না হলেও তাঁদের বাড়ি-ঘর ও পেশার উপরে আক্রমণ হচ্ছে। থানাগুলিকে বিষয়টি জানিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে পুলিশ ব্যবস্থাও নিচ্ছে।’’

আক্রমণের এই অভিযোগ ভিত্তিহীন বলে দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে। 

দুর্গাপুরের দুই পৃথক ঘটনায় ফের শাসকের সন্ত্রাসের ছবি সামনে এলো। প্রথম ঘটনাটি ঘটে দুর্গাপুরের তিন নম্বর ওয়ার্ডের বি জোনের আইনস্টাইন এলাকায়, গত ১৩ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচনের দিন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডিআইভি স্কুলের ৭৯ নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্ট ছিলেন প্রসূন পালিত, সেই দিন বেশ কিছু অচেনা মুখ ভোট দিতে এসেছিল বেশ কিছু লোকজন, অভিযোগ, সেই দিন শুধু মাত্র বুথ স্লিপ দিয়ে ঐ লোকজন এসেছিলো ভোট দিতে, আর এর প্রতিবাদ করেছিলেন প্রসূন পালিত, আটকে দিয়েছিলেন ছাপ্পা ভোট, সেইদিন থেকেই টার্গেট ছিল প্রসূন পালিত, ভোট না দিয়েই ফিরে যেতে হয় ঐ লোকজনদের। আর এরপর গতকাল ভোটের ফল ঘোষণা হওয়ার পর রাতেই সিপিএমের ঐ পোলিং এজেন্টের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা, প্রসূন বাবু ও তার পরিবারের অভিযোগ, এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, সেইদিন ছাপ্পা ভোট রুখে দেওয়াতেই তার ওপর এই আক্রমণ, এখন গোটা পরিবার প্রাণ সংশয়ে ভুগছে। ঠিক এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দুষ্কৃতীদের টার্গেট দুর্গাপুরের দুই নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকার বাসিন্দা  মহম্মদ আলী শেখের মেয়ে ফিরোজার দোকান। মহম্মদ আলী শেখ সিপিএমের পোলিং এজেন্ট ছিলেন, মহুয়া বাগান শিশু শিক্ষা কেন্দ্রে সিপিএমের পোলিং এজেন্ট ছিলেন মহম্মদ আলী শেখ। ব্যস এটাই ছিল তার অপরাধ। গতকাল রাত্রি দুটো নাগাদ মহুয়া বাগানে থাকা টেলারিং এর দোকান। সিপিএম নেতার মেয়ের টেলারিং এর দোকান আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, এই ক্ষেত্রেও অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে টেলারিং এর দোকান করেছিলেন এই সিপিএম নেতার মেয়ে ফিরোজা খাতুন, এখন সব আগুনে পুড়ে যাওয়ায় খাবেন কি? তা ভেবে কান্নায় ভেঙে পড়লেন তিনি। মোট চারটি মেশিন,ইন্টারলকিং মেশিন, প্রায় ৪০-৫০ হাজার টাকার ড্রেস মেটিরিয়াল ক্ষতি হয়। গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোন এলাকার দুই প্রান্ত। গতকাল মার খেয়ে মাথায় সেলাই পড়েছে কাউন্টিং এজেন্ট সুপ্রিয় বিশ্বাস। ভোট পরবর্তী প্রতি হিংসার এই ছবিতে রীতিমতো আতঙ্কিত বিরোধী শিবির শুধু নয় সাধারণ অসহায় মানুষও।
প্রত্যেকের বাড়ি এবং পাড়াতে আজ সকাল থেকে উপস্থিত ছিলেন পংকজ রায় সরকার সহ অন্যান্য পার্টি কর্মীরা। সুপ্রিয় বিশ্বাসের চিকিৎসার দায়িত্ব এবং ফিরোজাকে অন্তত একটি সেলাই মেশিন কিনে দেওয়া যায় কি না দেখার কথা বলা হয়।
পুলিশে নির্দিষ্ট অভিযোগ হয়েছে। পুলিশকে বলার পর সেন্ট্রাল ফোর্স এর টহলদারি চলছে।

Your Opinion

We hate spam as much as you do