একের পর এক কম বয়সীদের প্রাণ কাড়ছে মশাবাহিত রোগ। মাত্র ৪৮ ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে ৮ ও ৯ বছরের দুই বালক বালিকার। প্রশ্ন উঠছে, কেন এমন প্রাণঘাতী হয়ে উঠছে ডেঙ্গি? গত ২৭ সেপ্টেম্বর বিধাননগরের এক শিশুর মৃত্য়ু হয়। গত ৭ অক্টোবর দক্ষিণ দমদমের দশম শ্রেণির এক ছাত্র মারা যায়। তারও ডেঙ্গি হয়েছিল।
রাজ্যজুড়ে ডেঙ্গি, সন্তোষপুরের যুবকের মৃত্যু, তথ্য গোপনের অভিযোগ
Nov 11, 2022
পুজো মিটতেই বিপদের ইঙ্গিত মিলেছিল। শীতের শুরুতে রাজ্যে দাপট দেখাচ্ছে ডেঙ্গি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে মৃত্যুও!
কলকাতায় আবার ডেঙ্গিতে মৃত্যু হল। এবার দক্ষিণ কলকাতার সন্তোষপুরে। মৃত্যু হল ৩০ বছর বয়সী রোহিত দাস নামে এক যুবকের। সন্তোষপুরের ওই বাসিন্দা দক্ষিণ কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে মারা যান তিনি। এবার অল্প বয়সী ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকমহল। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, রাজ্য ডেঙ্গি মোকাবিলায় কোনও ব্যবস্থাই নিচ্ছে না। পাল্টা শাসকদলের দাবি, সবরকম পদক্ষেপই নেওয়া হচ্ছে। বিরোধীরা রাজনীতি করার জন্য এ ধরনের কথা বলছে। ডেঙ্গি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে। অভিযোগ উড়িয়ে পাল্টা নিশানা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।
ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন সন্তোষপুরের রোহিত দাস। শারীরিক অবস্থার অবনতি হওয়ার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। লিভারেও কিছু সমস্য়া দেখা দেয় বলে সূত্রের খবর। কিডনিতেও সমস্যা ছিল সার্ভে পার্কের রোহিতের।
একের পর এক কম বয়সীদের প্রাণ কাড়ছে মশাবাহিত রোগ। মাত্র ৪৮ ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে ৮ ও ৯ বছরের দুই বালক বালিকার। প্রশ্ন উঠছে, কেন এমন প্রাণঘাতী হয়ে উঠছে ডেঙ্গি? গত ২৭ সেপ্টেম্বর বিধাননগরের এক শিশুর মৃত্য়ু হয়। গত ৭ অক্টোবর দক্ষিণ দমদমের দশম শ্রেণির এক ছাত্র মারা যায়। তারও ডেঙ্গি হয়েছিল।
২২ অক্টোবর বাঙুর হাসপাতালে মারা যায় ২৪ বছরের এক তরুণ। ৩১ অক্টোবর শ্রীরামপুরের ২৭ বছর বয়সী এক মহিলা মারা যান। ৩ নভেম্বর আরজি কর হাসপাতালে মারা যান ৩১ বছরের অন্তঃসত্ত্বা। ৭ নভেম্বর ৩৬ বছরের যুবক মারা যান সল্টলেকে। ৯ নভেম্বর বিধাননগরে ৮ বছরের বালিকা মারা যায়। এদিনই মারা যায় হাওড়ার ৯ বছরের এক বালকও।
ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় যখন তৎপর প্রশাসন ঠিক তখনই প্রকাশ্যে এল সরকারি গ্রামীণ হাসপাতালের ভয়ানক চিত্র। মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পিছনেই জমছে আবর্জনার স্তুপ। যত্রতত্র পড়ে রয়েছে ইনজেকশনের সুচ। অস্বাস্থ্যকর এই পরিবেশে রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে রোগীর পরিজন ও এলাকাবাসীদের মধ্যে।
মালদহ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পিছনে দীর্ঘদিন ধরে জমছিল আবর্জনা এবং ময়লা। হাসপাতালের ব্যবহার করা যে কোনও সরঞ্জাম ফেলা হয় সেখানে। যার মধ্যে পড়ে থাকে ব্যবহৃত ইনজেকশনের সুচ। আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। গোটা এলাকা ভরে গিয়েছে আবর্জনা ও জঞ্জালে। শীত পড়তে না পড়তে যেখানে রাজ্যের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ডেঙ্গির প্রকোপ। সেখানে এই নোংরা আবর্জনা মশার আতুড়ঘর হয়ে উঠেছে। যারফলে চরমে উঠছে ডেঙ্গি আতঙ্ক!
নোংরা আবর্জনায় ভর্তি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে অসুবিধা পড়তে হতে হচ্ছে এলাকাবাসীকে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সেই নোংরা আবর্জনা পুড়িয়ে ফেলা হচ্ছে। আর তা থেকে বায়ু দূষণ ছড়ানোর অভিযোগ এনেছেন এলাকাবাসীরা।
যদিও হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, নিয়মমাফিকই হাসপাতালের নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়। এই এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গির কোনও ডেঙ্গি রোগী মেলেনি।
এদিকে প্রতিদিনই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও মিলছে ডেঙ্গি আক্রান্ত ও মৃত্যুর খবর। সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে আরও তৎপরতা দেখাচ্ছে রাজ্য প্রশাসন। সেই কারণেই এ বারে রাজ্যের বিভিন্ন অংশে যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম।
স্বাস্থ্যভবন সূত্রে খবর, ২০২২ সালের নভেম্বরে ডেঙ্গির দাপট সবথেকে বেশি এ রাজ্যে। ২০১৭ সাল থেকে এই প্রথম বছরের ৪৪ তম সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার পার করেছে। ৮ নভেম্বর পর্যন্ত এ বছর ডেঙ্গিতে আক্রান্ত ৫১ হাজার ৬৬৭। ২০১৭ সাল থেকে ধরলে এটিও রেকর্ড। শীর্ষে উত্তর ২৪ পরগনা, কলকাতা, মুর্শিদাবাদ।
We hate spam as much as you do