পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান করার সময় ইজরায়েল আটক করে । এতে ছিলেন ছয়জন মানবাধিকারকর্মী। সুমুদ ফ্লোটিলা মূলত অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কয়েক ডজন জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে ইসরায়েল ইতোমধ্যেই ৪৪টির মধ্যে ৪৩টি জাহাজ আটক করেছে এবং শত শত মানবাধিকারকর্মীকে বন্দরে নিয়ে গেছে। শুধু ‘দ্য ম্যারিনেট’ ছিল ৪৪তম জাহাজ।
সুমুদ ফ্লোটিলার শেষ ত্রাণবাহী "দ্য ম্যারিনেট" জাহাজটিও আটক করল ইসরায়েল
০৩ অক্টোবর ২০২৫
গাজায় শেষ ত্রাণবাহী জাহাজ আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের উপকূলে অবরুদ্ধ গাজায় ত্রাণবাহী একমাত্র নৌকাটি এখন ইসরায়েলি বাহিনীর দখলে।
ইসরায়েলের কড়া বাধা আর ধরপাকড়ের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে ছুটছিল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। ইতোমধ্যেই বহরের অন্য সব জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী, কিন্তু এই একটি জাহাজ ছিল এখনো তাদের নাগালের বাইরে।
পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান করার সময় ইজরায়েল আটক করে । এতে ছিলেন ছয়জন মানবাধিকারকর্মী। সুমুদ ফ্লোটিলা মূলত অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কয়েক ডজন জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে ইসরায়েল ইতোমধ্যেই ৪৪টির মধ্যে ৪৩টি জাহাজ আটক করেছে এবং শত শত মানবাধিকারকর্মীকে বন্দরে নিয়ে গেছে। শুধু ‘দ্য ম্যারিনেট’ ছিল ৪৪তম জাহাজ।
এর আগে, আটক হওয়া ৪৩টি জাহাজে থাকা পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে ইসরায়েল নিয়ে গেছে আশদোদ বন্দরে। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এসব ঘটনার মধ্যেও ‘দ্য ম্যারিনেট’কে অনেক সময় পর্যন্ত আটকাতে পারেনি ইসরায়েলি বাহিনী, যা আন্তর্জাতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছিল।
We hate spam as much as you do