ভারত সরকার জানিয়েছিল, ইজরায়েলে প্রায় ১৮,০০০ ভারতীয় থাকেন। বিভিন্ন মাধ্যমে তাঁদের অনেকেই যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফেরার আবেদন জানিয়েছিলেন। তাঁদের আবেদনে সাড়া দিয়েই শুরু হল অপারেশন অজয়। ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, দেশে ফিরে আসতে চেয়ে অনেকেই ইতিমধ্যে দূতাবাসে আবেদন করেছেন।
ভারতের ‘অপারেশন অজয়’, আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ইজরায়েলে বিমান
Oct 11, 2023
গাজায় হামাস গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের তীব্র যুদ্ধের মধ্যে, ইজরায়েলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিল ভারত সরকার। এর জন্য বুধবার (১১ অক্টোবর), ‘অপারেশন অজয়’ শুরু করল ভারত। সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, “ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক আমাদের নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে অপারেশন অজয় চালু করা হচ্ছে। বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে। বিদেশে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”
এর আগেই ভারত সরকার জানিয়েছিল, ইজরায়েলে প্রায় ১৮,০০০ ভারতীয় থাকেন। বিভিন্ন মাধ্যমে তাঁদের অনেকেই যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফেরার আবেদন জানিয়েছিলেন। তাঁদের আবেদনে সাড়া দিয়েই শুরু হল অপারেশন অজয়। ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, দেশে ফিরে আসতে চেয়ে অনেকেই ইতিমধ্যে দূতাবাসে আবেদন করেছেন। সেখানে নাম নিবনদ্ধের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। প্রথম যে ভারতীয় নাগরিকরা ইজরায়েল থেকে ফিরে আসতে চেয়ে নাম নিবন্ধন করেছিলেন, তাঁদের ইতিমধ্যেই ভারত সরকারের এই উদ্যোগের কথা জানানো হয়েছে। দূতাবাস থেকে আরও বলা হয়েছে, আগামীকালই একটি বিশেষ উড়ান ভারত থেকে ইজরায়েলে গিয়ে তাদের দেশে ফিরিয়ে আনবে। তারপর ধাপে ধাপে আরও যারা যারা ফিরতে চাইবেন, তাঁদের সকলকেই ফিরিয়ে আনা হবে।
We hate spam as much as you do