আরজি কর কাণ্ডের পর রাজ্যের মেডিকেল কলেজগুলোতে সামনে আসে ‘থ্রেট কালচার’। এই অভিযোগ ওঠে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা কাণ্ডের তদন্তের দায়িত্বভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। এরপরই সামনে আসে ‘থ্রেট কালচার’। তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি আরজি করের ৫১ জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করে আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ
RGKar- সন্দীপের ধাক্কা, বহিষ্কৃত ৫১ জুনিয়র ডাক্তাররা হাইকোর্টে
14 অক্টোবর 2024
আরজি কর কাণ্ডের পর ‘থ্রেট কালচার’ এর অভিযোগে ৫১ জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা। তাঁদের মামলা দায়ের করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেন। আগামী ১৮ অক্টোবর এই মামলার শুনানি।
আরজি কর কাণ্ডের পর রাজ্যের মেডিকেল কলেজগুলোতে সামনে আসে ‘থ্রেট কালচার’। এই অভিযোগ ওঠে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা কাণ্ডের তদন্তের দায়িত্বভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। এরপরই সামনে আসে ‘থ্রেট কালচার’। তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি আরজি করের ৫১ জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করে আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বহিষ্কৃত ডাক্তাররা।
প্রসঙ্গত, বুধবার তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন বহিষ্কৃত ডাক্তারদের একাংশ। পুজো মিটলেই তাঁরা পাল্টা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর আগে সাংবাদিক বৈঠক করে বহিষ্কৃত জুনিয়র চিকিৎসকরা দাবি করেন, প্রকৃত তথ্য এবং প্রমাণ লোপাট করিয়ে দিয়ে তাঁদেরকে ফাঁসানো হয়েছে। এখন তাঁরাই আন্দোলনের কথা বলছেন।
We hate spam as much as you do