Tranding

06:22 PM - 01 Dec 2025

Home / World / আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! এলোপাথারি গুলিতে মৃত ২, জখম ৫

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! এলোপাথারি গুলিতে মৃত ২, জখম ৫

রিচমন্ড পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রিচমন্ড এলাকায় একটি স্কুলের থিয়েটার হলে চলছিল সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে থিয়েটার হল থেকে বের হচ্ছিল পড়ুয়া এবং অভিভাবকরা। এই সময় এলোপাথারি গুলি চালাতে থাকে বন্দুকবাজ। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ জনের।

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! এলোপাথারি গুলিতে মৃত ২, জখম ৫

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা! এলোপাথারি গুলিতে মৃত ২, জখম ৫
 

8 Jun 2023, ঘ

ফের আমেরিকার স্কুল চত্ত্বর? ফের বন্দুকবাজের হামলা। দুষ্কৃতীর এলোপাথারি গুলিতে মৃত্যু হল ২ জনের। জখম হয়েছেন অন্তত ৫ জন। অভিযুক্তকে গ্রেফতার করেছেন আমেরিকার পুলিশ। ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় একটি স্কুলে অনুষ্ঠান চলাকালীন ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।


রিচমন্ড পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রিচমন্ড এলাকায় একটি স্কুলের থিয়েটার হলে চলছিল সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে থিয়েটার হল থেকে বের হচ্ছিল পড়ুয়া এবং অভিভাবকরা। এই সময় এলোপাথারি গুলি চালাতে থাকে বন্দুকবাজ। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ জনের।

 

একটি মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছে, মৃতরা সম্পর্কে বাবা ও ছেলে। তাঁদের বয়স যথাক্রমে ১৮ ও ৩৬। রিচমন্ড পুলিশ আরও জানিয়েছে যে এলোপাথারি গুলিতে অন্তত ৫ জন জখম হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালা ভর্তি করা হয়েছে।

এর মধ্যে গুরুতর জখম হয়েছেন ৩১ বছর এক ব্যক্তি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের তরফে আশঙ্কা করা হয়েছে। রিচমন্ড পুলিশের অন্তর্বর্তী প্রধান রিক এডওয়ার্ডস জানিয়েছেন, বন্দুকবাজারে অতর্কিত হানায় স্কুল চত্ত্বরে হুলুস্থুল বেঁধে যায়। প্রাণের ভয়ে সকলে দৌঁড়ঝাপ শুরু করে।


খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেফতার করে। অভিযুক্তের বয়স ১৯ বছরের কাছাকাছি বলে জানিয়েছেন পুলিশের ওই কর্তা। কি কারণে এই হামলা, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে হামলাকারীর বিরুদ্ধে খুন, খুনের পরিকল্পনা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এডওয়ার্ডস।

গত মার্চ মাসে আমেরিকার ন্যাশভিল শহরের একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের হামলা ঘটে। এলোপাথারি গুলিতে তিন পডুয়া সহ ৬ জন প্রাণ হারায়। ওই বন্দুকবাজ স্কুলেরই প্রাক্তনী বলে জানিয়েছিল পুলিশ। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করেছিল ন্যাশভিলের পুলিশ।


প্রাথমিক স্কুলটিতে ক্লাস চলাকালীন ঘটনাটি ঘটেছিল। হামলকারীর কাছ থেকে হামলার পরিকল্পনার বেশ কয়েকটি নথি উদ্ধার করেছিল পুলিশ। প্রসঙ্গত, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আমেরিকায় বন্দুকবাজের হামলা বৃদ্ধি পায়।

স্কুল থেকে শুরু করে ধর্মীয় স্থান, কোনও কিছুই হামলার হাত থেকে রেহাই পায়নি। পরিস্থিতি সামাল দিতে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র আইনের পরিবর্তন করে সরকার। কিন্তু সেই পরিবর্তনের পরও যে পরিস্থিতির এতটুকু উন্নতি হয়নি, ভার্জিনিয়ার স্কুলে বন্দুকবাজের হামলা ফের একবার স্পষ্ট হল।
 

Your Opinion

We hate spam as much as you do