রাশিয়া ও চিনের সম্পর্ক মজবুত, বলছেন চিনের বিদেশমন্ত্রী। ইউক্রেন ও রাশিয়ার সংকট মেটাতে মধ্যস্থতার প্রস্তাব চিনের। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফার কথা হবে এদিন। রাষ্ট্রসংঘে শুনানি বয়কট করে রাশিয়ার।
ইউক্রেন কখনই ন্যাটোতে যোগ দেবে না, বললেন প্রেসিডেন্ট জেলেনস্কি
ইউক্রেনের উপর অবশেষে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। আচমকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর সামরিক অভিযানের কথা ঘোষণা করেন। তারপরে ইউক্রেন থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করে। বেশ কিছু মানুষ হতাহত হন। এদিকে ইউক্রেন রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন জানিয়েছে অবিলম্বে যেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে তার ব্যবস্থা নিতে হবে। তবে এখনও তা নিয়ে কেউ সিদ্ধান্ত নিতে পারেনি। তবে রাশিয়ার ওপর একাধিক দেশ খড়্গহস্ত হয়েছে। এদিকে
রাশিয়ানাদের বিরুদ্ধে 'হেট স্পিচ' ছড়ানোর অভিযোগ, ইনস্টাগ্রামকে দেশজুড়ে ব্যান করল মস্কো।
কিয়েভ জানিয়েছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে আলোচনা ফের শুরু হয়েছে। ইউক্রেন কখনই ন্যাটোতে যোগ দেবে না, বললেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের তরফে আলোচনায় অগ্রগতির কথা বলা হয়েছে।
গত ৭ই মার্চ ফের সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার। ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে হিউম্যান প্যাসেজ করতেই যুদ্ধ বিরতি। কিয়েভ, খারকিভ এবং
মারিউপোলে যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। সুমিতে আটকে থাকা ভারতীয় ছাত্রদের উদ্ধারের কাজ শীঘ্রই শুরু করা হবে।
রাশিয়া ও চিনের সম্পর্ক মজবুত, বলছেন চিনের বিদেশমন্ত্রী। ইউক্রেন ও রাশিয়ার সংকট মেটাতে মধ্যস্থতার প্রস্তাব চিনের। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফার কথা হবে এদিন। রাষ্ট্রসংঘে শুনানি বয়কট করে রাশিয়ার। গত ৮ই মার্চ মঙ্গলবার নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো। রক্তপাত বন্ধ করতে জেলেনস্কির কাছে আবেদন ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্টের। রাশিয়ায় তৈল শোধনাগারে ব্যবহৃত যন্ত্রপাতি সরবরাহের ওপরে নিষেধাজ্ঞা জাপানের।মারিউপোলে বহু সাধারণ মানুষকে পণবন্দি করেছে রাশিয়া অভিযোগ ইউঊক্রেনের বিরুদ্ধে।রাশিয়া দাবি করেছে, তারা চিনকে সামরিক সহায়তার জন্য কোনও রকমের অনুরোধ করেনি।
We hate spam as much as you do