দার্জিলিংয়ের বহু পুরানো ইংরেজ আমলের হেরিটেজ কাঞ্চনভিউ চা বাগানের। বাগান খোলার পরিবর্তে এখন একের পর এক চা গাছ উপড়ে ফেলা হচ্ছে। বাগানে চা পর্যটন শিল্প গড়ে তুলতে চায় মালিকপক্ষ। সেই লক্ষ্যেই বাগানের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। বাগান এলাকার দোকানপাট সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। এমনকী, এর জন্যে সংলগ্ন এলাকায় একটি সরকারী প্রাইমারি স্কুলের জমিও বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। প্রতিবাদে মঙ্গলবার দার্জিলিংয়ে অতিরিক্ত শ্রম কমিশনারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় হামরো পার্টি অনুমোদিত চা শ্রমিক সংগঠন।
৬ মাস বন্ধ চা বাগানে টি ট্যুরিজমের বিরুদ্ধে দার্জিলিঙে হামরো পার্টি এএল সি অফিস ঘেরাও করল
৬ মাস ধরে বন্ধ বাগান, খোলার পরিবর্তে টি ট্যুরিজমে আগ্রহী মালিকপক্ষ, দার্জিলিংয়ে এএলসির অফিস ঘেরাও করে বিক্ষোভ হামরো পার্টির
কাঞ্চনভিউ অন্যতম হেরিটেজ চা বাগান, অথচ হেলদোল নেই কোনও পক্ষেরই, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকেরা ৷
মালিক এবং শ্রমিকের মধ্যে অসন্তোষের জেরে গত বছরের ৬ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় বাগান। কর্মহীন হয়ে পড়েন শ্রমিকেরা। বেশ কয়েকবার বাগান খোলা নিয়ে শ্রম দফতর বৈঠক ডাকলেও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বাগানেরই কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে মালিক নিজের সিদ্ধান্তে অটল থাকে বলে অভিযোগ। বাগান খোলা দূরে থাক, উল্টে চা গাছ উপড়ে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ (Hamro Party)।
দার্জিলিংয়ের বহু পুরানো ইংরেজ আমলের হেরিটেজ কাঞ্চনভিউ চা বাগানের। বাগান খোলার পরিবর্তে এখন একের পর এক চা গাছ উপড়ে ফেলা হচ্ছে। বাগানে চা পর্যটন শিল্প গড়ে তুলতে চায় মালিকপক্ষ। সেই লক্ষ্যেই বাগানের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। বাগান এলাকার দোকানপাট সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। এমনকী, এর জন্যে সংলগ্ন এলাকায় একটি সরকারী প্রাইমারি স্কুলের জমিও বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। প্রতিবাদে মঙ্গলবার দার্জিলিংয়ে অতিরিক্ত শ্রম কমিশনারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় হামরো পার্টি অনুমোদিত চা শ্রমিক সংগঠন। দাবি না মিটলে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছে শ্রমিকরা। এদিনের ঘেরাও সভায় উপস্থিত ছিলেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। শ্রমিকদের পাশে থাকবার আশ্বাস দিয়েছেন তিনি।
We hate spam as much as you do