Tranding

05:17 PM - 01 Dec 2025

Home / World / গতকাল রাশিয়ার গোপনে ভোটের প্রস্তাবের বিরোধিতার পরদিন আসল ভোটে বিরত থাকল ভারত।

গতকাল রাশিয়ার গোপনে ভোটের প্রস্তাবের বিরোধিতার পরদিন আসল ভোটে বিরত থাকল ভারত।

একদিন আগেই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় রাশিয়ার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত। তবে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে ভোটদান করা থেকে আবারও বিরত থাকল ভারত। এই অবস্থান প্রসঙ্গে ভারতের সাফ বক্তব্য, ধারাবাহিকতা বজায় রেখেই এই পদক্ষেপ। যদিও ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ আরও তীব্র হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

গতকাল রাশিয়ার গোপনে ভোটের প্রস্তাবের বিরোধিতার পরদিন আসল ভোটে বিরত থাকল ভারত।

গতকাল রাশিয়ার গোপনে ভোটের প্রস্তাবের বিরোধিতার পরদিন আসল ভোটে বিরত থাকল ভারত। 

 
 13 Oct 2022, 


রাষ্ট্রসংঘের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত। জাতীয় অবস্থানের সাথে সামঞ্জস্য রেখেই এই সমস্যা বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ। 


একদিন আগেই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় রাশিয়ার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত। তবে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে ভোটদান করা থেকে আবারও বিরত থাকল ভারত। এই অবস্থান প্রসঙ্গে ভারতের সাফ বক্তব্য, ধারাবাহিকতা বজায় রেখেই এই পদক্ষেপ। যদিও ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ আরও তীব্র হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।


উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে (ডনেৎস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিজিয়া) অবৈধ ভাবে রাশিয়া ‘দখল’ করে নেয়। সেখানে গণভোট করিয়ে নিজের দেশের সঙ্গে সেই অঞ্চলগুলি যুক্ত করেন পুতিন। সেই সংযুক্তিকরণের বিষয়টির নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছিল আলবেনিয়া। সেই প্রস্তাবের প্রেক্ষিতেই ভোটদান থেকে বিরত থাকল ভারত। এর আগে এই প্রস্তাবের প্রেক্ষিতে গোপন ব্যালটে ভোটদানের পক্ষে প্রস্তাব এনেছিল রাশিয়া। তবে সেই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছিল ভারত। তবে ‘আসল ভোটে’ রাশিয়ার বিরুদ্ধে গেল না ভারত।

 

এদিকে আন্তর্জাতিক মহলে যে রাশিয়ার দখলদারি গ্রহণযোগ্য নয়, তা স্পষ্ট হয়ে গিয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভোটাভুটিতেই। রাশিয়ার বিরুদ্ধে আনা আলবেনিয়ার প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪৩টি। এদিকে এর বিপক্ষে ভোট পড়ে মাত্র ৫টি। ১৯৩ সদস্যের সাধারণ সভায় ভারত সহ ৩৫টি দেশ এই ভোটদান থেকে বিরত থাকে।

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ভোটদান থেকে বিরত থাকার প্রসঙ্গে বলেছেন, এই সিদ্ধান্ত আমাদের সুচিন্তিত জাতীয় অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া এই ক্ষেত্রে আরও কিছু সমস্যা রয়েছে যা এই রেজোলিউশনে পর্যাপ্তভাবে বলা হয়নি। তিনি বলেন, ‘আমার প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে এটি যুদ্ধের যুগ হতে পারে না। সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টার করতে হবে। এই দৃঢ় সংকল্পের সাথেই ভারত ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’

Your Opinion

We hate spam as much as you do