টুইট করে তিনি জানান, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সর্বসম্মতিক্রমে পঞ্জাবের পরবর্তী দলনেতা হিসেবে চরণজিৎ সিং চন্নিকে বেছে নিয়েছেন কংগ্রেসের পরিষদীয় দলের সদস্যরা।”
দলিত শিখ চরণজিৎ সিং চন্নি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন ঘোষণা কংগ্রেসের
পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চন্নি, ঘোষণা কংগ্রেসের।
ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পদত্যাগের প্রায় ২৪ ঘণ্টার মাথাতেই রবিবার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল। কংগ্রেস সূত্রে খবর, পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চন্নি। পঞ্জাবের মন্ত্রিসভায় প্রযুক্তি শিক্ষা মন্ত্রী ছিলেন তিনি। এর পাশাপাশি তিনি দলিত শিখ সম্প্রদায়ের মানুষও বটে। যাবতীয় বিতর্কে দাঁড়ি টানতে চেয়ে নির্বাচনের এক বছর আগে তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে কংগ্রেস।
রবিবার বিকেলে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান হরিশ রাওয়াত চরণজিৎ সিং চন্নির নাম ঘোষণা করেন। টুইট করে তিনি জানান, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সর্বসম্মতিক্রমে পঞ্জাবের পরবর্তী দলনেতা হিসেবে চরণজিৎ সিং চন্নিকে বেছে নিয়েছেন কংগ্রেসের পরিষদীয় দলের সদস্যরা।” চরণজিতের নাম যে জাতীয় রাজনীতির জন্যও একটা বড় চমক, তা বলার অপেক্ষা রাখে না। কারণ কয়েক ঘণ্টা আগে পর্যন্তও এই পদে সুখজিন্দর সিং রান্ধাওয়ার নাম ঘোরাফেরা করছিল। কিন্তু দলের বিধায়কদের পূর্ণ সমর্থন তাঁর পক্ষে না থাকার কারণেই রান্ধাওয়ার নামে সিলমোহর দেওয়া হয়নি।
হাইকমান্ডের এই সিদ্ধান্তে আপাতত কোনো বিদ্রোহের কোনও সুর শোনা যায়নি অন্যতম দাবীদার সুখজিন্দর সিং সংবাদ মাধ্যমকে জানান, “শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে আমি খুশি। যে বিধায়কদের সমর্থন আমার পক্ষে ছিল তাঁদের ধন্যবাদ জানাতে চাই। চরণজিৎ আমার নিজের ভাইয়ের মতো।”
পঞ্জাবের চমকৌর সাহিব বিধানসভা কেন্দ্র থেকে পরপর তিনবার জয়ী হন চরণজিৎ সিং। বর্তমানে তাঁর বয়স ৫৮। ২০১৫-১৬ সাল পর্যন্ত পঞ্জাব বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকাও তিনি পালন করেছেন। ২০১৭ সালে প্রথমবার তিনি অমরিন্দর সিংয়ের মন্ত্রিসভায় স্থান পান।
We hate spam as much as you do