ট্রাম্প মোদি বৈঠকের পরই, আবার ১১৯ ভারতীয়কে ফেরালো USA পঞ্জাব মূখ্যমন্ত্রী ক্ষুব্ধ
১৫ ফেব্রুয়ারি ২০২৫,
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ভারতীয়দের দ্বিতীয় ব্যাচ আজ ভারতে পৌঁছতে চলেছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে বিমানটি অমৃতসরে অবতরণ করবে। আমেরিকা এই বিমানে করে ১১৯ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। সূত্রের খবর ১৬ ফেব্রুয়ারি আমেরিকা থেকে তৃতীয় বিমানটিও আসতে পারে, যাতে ১৫৭ জন থাকবেন। নির্বাসিত ব্যক্তিদের মধ্যে ৫৯ জন হরিয়ানার, ৫২ জন পাঞ্জাবের এবং ৩১ জন গুজরাটের নাগরিক। বাকিরা অন্য রাজ্যের।
এর আগে, অবৈধ অভিবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা প্রথম বিমানটি ৫ ফেব্রুয়ারি অমৃতসরে অবতরণ করেছিল, যেখানে ১০৪ ভারতীয়কে আমেরিকা ফেরত পাঠিয়েছিল। আজ আমেরিকা থেকে নির্বাসিত ভারতীয়দের নিয়ে আরেকটি বিমান অমৃতসরে আসছে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাঞ্জাবের মানহানির অভিযোগ করেছেন। সিএম মান বলেন, ‘আমেরিকা থেকে বিতাড়িত ভারতীয়দের কেন শুধু অমৃতসরে নামানো হচ্ছে? নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের পর এটাই কি ট্রাম্পের উপহার?’
আজ যে ভারতীয়দের আমেরিকা থেকে ফেরানো হচ্ছে, সিএম ভগবন্ত মান অমৃতসর বিমানবন্দরে গিয়ে তাদের অভ্যর্থনা জানাতে পারেন। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, ‘আমাদের কাউকে বেঁধে দেশে পাঠানো উচিত নয়। যদি কেউ বিদেশে যাচ্ছেন, তারা যাচ্ছেন কারণ তারা ভারতে চাকরি পাচ্ছেন না। তারা তাদের স্বপ্ন পূরণের জন্য বিদেশ যাচ্ছেন। কেউ যাতে দেশ ছেড়ে না যায় তা নিশ্চিত করার দায়িত্ব ভারত সরকারের।’
গত সপ্তাহে ১০৪ জন ভারতীয় অভিবাসীকে শৃঙ্খলিত অবস্থায়, আমেরিকার সেনাবাহিনীর একটি সি-১৭ বিমান দিয়ে ভারত পাঠানো হয়েছিল, যা দেশব্যাপী রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। এ পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান প্রশ্ন তুলেছেন কেন অমৃতসরকে এই বিমানের অবতরণস্থল হিসেবে বেছে নেয়া হয়েছে, এবং তিনি অভিযোগ করেছেন যে এতে পঞ্জাবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে।
ভগবন্ত মান বলেছেন, ‘দ্বিতীয় বিমানটি অমৃতসরে আসবে, যেখানে ৬৭ জন পঞ্জাবের নাগরিক থাকবেন। কেন্দ্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যাখ্যা দিতে হবে, কেন অমৃতসরকে নির্বাচিত করা হয়েছে। এটি পঞ্জাবকে অপমান করার একটি ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন সাক্ষাৎ করছিলেন, তখন কি আমাদের নাগরিকদের শৃঙ্খলিত করা হচ্ছিল?
We hate spam as much as you do