Tranding

06:10 PM - 01 Dec 2025

Home / Opinion / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! নিফটি-সেনসেক্সের পতন, মাথায় হাত ইনভেস্টারদের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! নিফটি-সেনসেক্সের পতন, মাথায় হাত ইনভেস্টারদের

নিফটি ও সেনসেক্সের তালিকাভুক্ত কোনও শেয়ারের সূচক সবুজ নেই। সবই লাল। সব সেক্টরের শেয়ারের রেকর্ড পতন। হুড়মুড়িয়ে শেয়ারের দামে পতন হয়েছে টাটা মোটরস্ (Tata Motors), ভারতী এয়ারটেল (Bharati Airtel), টেক মাহিন্দ্রা (Tech Mahindra), ইন্ডাসিন্ড ব্যাঙ্ক (Indusind Bank), টাটা স্টিল (Tata Steel), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), উইপ্রো (Wipro), আদানি পোর্টস (Adani Ports)-সহ একাধিক নামী শেয়ারের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! নিফটি-সেনসেক্সের পতন, মাথায় হাত ইনভেস্টারদের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! নিফটি-সেনসেক্সের পতন, মাথায় হাত ইনভেস্টারদের


রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি।
আঁচ পড়ল শেয়ার বাজারে। হুড়মুড়িয়ে পড়ল নিফটি-সেনসেক্স। বৃহস্পতিবার বাজার খুলতেই প্রায় ২০০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স (Sensex)। নিফটিও (Nifty) প্রায় ৬০০ পয়েন্ট কমে নেমে গিয়েছে সাড়ে ১৬ হাজারের ঘরে। এদিন ব্যাঙ্ক নিফটিরও (Bank Nifty) উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গিয়েছে। 


নিফটি ও সেনসেক্সের তালিকাভুক্ত কোনও শেয়ারের সূচক সবুজ নেই। সবই লাল। সব সেক্টরের শেয়ারের রেকর্ড পতন। হুড়মুড়িয়ে শেয়ারের দামে পতন হয়েছে টাটা মোটরস্ (Tata Motors), ভারতী এয়ারটেল (Bharati Airtel), টেক মাহিন্দ্রা (Tech Mahindra), ইন্ডাসিন্ড ব্যাঙ্ক (Indusind Bank), টাটা স্টিল (Tata Steel), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), উইপ্রো (Wipro), আদানি পোর্টস (Adani Ports)-সহ একাধিক নামী শেয়ারের। এই সবকটি শেয়ারের দামই প্রায় ৩ থেকে ৭ শতাংশ কমেছে। উধাও কোটি কোটি টাকা। যার ফলে মাথায় হাত বিনিয়োগকারীদের। সকাল ১০টা নাগাদ সেনসেক্স দাঁড়িয়ে ৫৫,৪৩৩ পয়েন্টে ও নিফটি ১৬,৫৩৬-এ।

ছবি - সংগৃহিত (abp bangla )

Your Opinion

We hate spam as much as you do