Tranding

08:28 PM - 01 Dec 2025

Home / World / প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুসারফ

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুসারফ

সাফল্য ও বিতর্কে মোড়া ছিল পারভেজ মুসারফের জীবন। ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল অবধি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন মুসারফ। দেশ বিরোধী কার্যকলাপ, বিশ্বাসঘাতকতা ও সংবিধান রদ করার অভিযোগে তাঁকে ২০১৯ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু পরে সেই মৃত্যুদণ্ডের সাজা রদ করে দেওয়া হয়।

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুসারফ

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুসারফ
 
Feb 05, 2023 


প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুসারফপারভেজ মুসারফ।
ইসলামাবাদ: প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুসারফ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। রবিবার পাকিস্তানি সংবাদ মাধ্য়ম জিও নিউজের তরফে জানানো হয়, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা সেনা প্রধানের মৃত্যু হয়েছে। দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে, দীর্ঘ অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।


সাফল্য ও বিতর্কে মোড়া ছিল পারভেজ মুসারফের জীবন। ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল অবধি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন মুসারফ। দেশ বিরোধী কার্যকলাপ, বিশ্বাসঘাতকতা ও সংবিধান রদ করার অভিযোগে তাঁকে ২০১৯ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু পরে সেই মৃত্যুদণ্ডের সাজা রদ করে দেওয়া হয়।


দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পারভেজ মুসারফ। গত বছরের ১০ জুন মুসারফের পরিবারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, প্রাক্তন পাক প্রেসিডেন্টের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে সুস্থ হয়ে ওঠা আর সম্ভব নয়। একে একে তাঁর অঙ্গ-প্রতঙ্গ বিকল হয়ে যায়। ভেন্টিলেটরে না থাকলেও, জটিল রোগ অ্যামাইলোডোসিসে ভুগছেন তিনি। শারীরিক জটিলতা এমনই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আর সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়।


জানা গিয়েছে, ২০১৬ সালে তিনি মধ্য প্রাচ্যে চিকিৎসা করাতে গিয়েছিলেন। তারপর থেকে আর দেশে ফেরেননি। ২০১৮ সালে দুবাইয়ে চিকিৎসা চলাকালীন এই বিরল রোগ নির্ণয় হয়।


উল্লেখ্য, অ্য়ামাইলোডোসিস এমন একটি বিরল রোগ যাতে শরীরের বিভিন্ন অঙ্গে অস্বাভাবিক হারে প্রোটিন জমা হতে থাকে এবং শরীরের স্বাভাবিক কার্যকলাপে বাধা সৃষ্টি করে।

 

 

Your Opinion

We hate spam as much as you do