আমেরিকার আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার হানা দেয় বন্দুকবাজরা। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। দুষ্কৃতীদের গুলিতে জখম হয় দুই ছাত্র-সহ তিন জন। জানা গেছে হাসপাতালে মৃত্যু হয়েছে তাদের। গুরুতর জখম অবস্থায় শিক্ষকের চিকিৎসা চলছে।
পর পর বন্দুকবাজের হামলায় মার্কিন দেশ, এবার প্রাণ গেল স্কুল ছাত্রদেরও
Jan 24, 2023
বন্দুকবাজের দৌরাত্ম্যে অস্থির আমেরিকা । এই নিয়ে পর পর তিনবার বন্দুকবাজের হামলা হল আমেরিকায়। প্রাণ গেছে কম করেও ১০ জনের। নিহতদের মধ্য়ে স্কুল ছাত্ররাও রয়েছে।
আমেরিকার আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার হানা দেয় বন্দুকবাজরা। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। দুষ্কৃতীদের গুলিতে জখম হয় দুই ছাত্র-সহ তিন জন। জানা গেছে হাসপাতালে মৃত্যু হয়েছে তাদের। গুরুতর জখম অবস্থায় শিক্ষকের চিকিৎসা চলছে।
এদিকে ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরেও হামলা করেছে অজ্ঞাতপরিচয় আততায়ীরা (US Shooting)। উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে পৃথক দুটি হামলায় মৃত্যু হয়েছে মোট সাত জনের। আহত আরও অনেকে।
আমেরিকার বিভিন্ন স্কুল, শপিং মলে ধারাবাহিকভাবে হামলা চলছে গত কয়েক বছর ধরে। সে জন্য আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করার জন্য বার্তা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকায় গত তিন দশকে আগ্নেয়াস্ত্র বিল পাশের এই পদক্ষেপ অন্যতম ঐতিহাসিক ঘটনা বলে দাবি শাসক ডেমোক্র্যাট শিবিরের। সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ‘‘এই বিল সঠিক লক্ষ্যে এক দীর্ঘমেয়াদী পদক্ষেপ।’’ প্রসঙ্গত, বন্দুকবাজের হামলা ঠেকাতে সম্প্রতি আমেরিকার বিভিন্ন প্রদেশের সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে।
We hate spam as much as you do