নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই। রায় পছন্দ না হওয়ায় বিচারকদের আবাসনে দুষ্কৃতী-আতঙ্ক। শিশুদের যৌন নিগ্রহের মামলার রায় পছন্দ না হওয়ায় হামলা বলে সন্দেহ বিচারকদের। এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ। 'বিদ্যুতের লাইন কাটতে আবাসনে জোর করে ঢোকার চেষ্টা দুষ্কৃতীদের, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকির', নিরাপত্তার দায়িত্বে থাকা ডায়মন্ড হারবার পুলিশের উপর ভরসা নেই বিচারকদের। দক্ষিণ ২৪ পরগনার জেলা জজকে চিঠি লিখে অভিযোগ ডায়মন্ড হারবার আদালতের বিচারকদের।
পকসো মামলায় রায় পছন্দ হয়নি বলে বিচারকের বাড়ি আক্রান্ত, দৃষ্কৃতী 'তাণ্ডব'
11 Sep 2024
ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে মদত দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ খোদ বিচারকের। কী বলছেন বিরোধী দলের নেতারা?
নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই। রায় পছন্দ না হওয়ায় বিচারকদের আবাসনে দুষ্কৃতী-আতঙ্ক। শিশুদের যৌন নিগ্রহের মামলার রায় পছন্দ না হওয়ায় হামলা বলে সন্দেহ বিচারকদের। এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ। 'বিদ্যুতের লাইন কাটতে আবাসনে জোর করে ঢোকার চেষ্টা দুষ্কৃতীদের, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকির', নিরাপত্তার দায়িত্বে থাকা ডায়মন্ড হারবার পুলিশের উপর ভরসা নেই বিচারকদের। দক্ষিণ ২৪ পরগনার জেলা জজকে চিঠি লিখে অভিযোগ ডায়মন্ড হারবার আদালতের বিচারকদের। পরিবার নিয়ে নিরাপদ বোধ করছেন না বিচারকরা। দুষ্কৃতীদের কাছে প্রাণঘাতী অস্ত্রও থাকতে পারে বলে আশঙ্কা। সেই চিঠি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠিয়েছেন জেলা জজ।
We hate spam as much as you do