Tranding

06:11 PM - 01 Dec 2025

Home / Opinion / ১০০ এর বেশি ডাম্পারের ‘মালিক’ পার্থ! অর্পিতার আরও ফ্ল্যাটের হদিশ

১০০ এর বেশি ডাম্পারের ‘মালিক’ পার্থ! অর্পিতার আরও ফ্ল্যাটের হদিশ

অর্পিতার বাড়িতে মিলেছে টাকার পাহাড়, এছাড়াও একগুচ্ছ ফ্ল্যাট-জমির দলিলও উদ্ধার হয়েছে। এবার কলকাতা শহরে অর্পিতার আরও দুটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। কসবার রাজডাঙা ও পাটুলিতে অর্পিতার নামেই দুটি ফ্ল্যাটের হদিশ মিলেছে বলে দাবি ইডি সূত্রের। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়েরও আরও সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

১০০ এর বেশি ডাম্পারের ‘মালিক’ পার্থ! অর্পিতার আরও ফ্ল্যাটের হদিশ

১০০ এর বেশি ডাম্পারের ‘মালিক’ পার্থ! অর্পিতার আরও ফ্ল্যাটের হদিশ

 

পার্থ চট্টোপাধ্যায় ঠিক কত সম্পত্তির মালিক তা বুঝতে এখনও ঢের সময় দেরি! এমনই মনে করছেন ইডি-র আধিকারিকরা। চোখ কপালে তোলার মতো সম্পত্তির হদিশ মিলছে ফি দিন। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়েও চর্চার অন্ত নেই।

রোজ-রোজ অর্পিতার নতুন-নতুন ফ্ল্যাট-জমির সন্ধান পাচ্ছেন তদন্তকারীরা। ইডি সূত্রের দাবি, কম-বেশি ১০০ ডাম্পারের মালিক পার্থ। তেমনই অর্পিতার নামেও শহর কলকাতায় আরও দুটি বিলাবহুল ফ্ল্যাটেরও খোঁজ পেয়েছে ইডি।


ইতিমধ্যেই পার্থ-অর্পিতা দু’জনকেই ১০ দিনের জন্য হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। এবার দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরার পালা। পার্থর ঠিক কী সম্পর্ক অর্পিতার সঙ্গে? তাঁর বাড়িতে টাকার পাহাড় নিয়ে কী জানেন পার্থ? জেরায় তৃণমূলের মহাসচিবকে এমনই কিছু প্রশ্ন করবেন তদন্তকারীরা।

হাসপাতালে ভর্তি রাখার মতো অসুস্থ নন পার্থ চট্টোপাধ্যায়, ভুবনেশ্বরের এইমস হাসপাতাল গতকাল স্পষ্ট করে একথা জানিয়ে দিয়েছে। আদালতের নির্দেশেই এবার ইডি ১০ দিনের জন্য হেফাজতে পেয়েছে রাজ্যের শিল্পমন্ত্রীকে। উল্টোদিকে, ১০ দিনের জন্য পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও রয়েছেন ইডি হেফাজতে। এবার দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরার পালা।

 

এসএসসি দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া ইডি। শুধু শিক্ষক নিয়োগেই নয় এসএসসির মাধ্যমে গ্রুপ ডি নিয়োগেও আষ্ঠেপৃষ্টে নাম জড়িয়েছে পর্থ চট্টোপাধ্যায়ের। তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন চরম এই দুর্নীতির জাল নিজে হাতে বুনেছেন বলে মনে করছে ইডি। তদন্তে ইতিমধ্যেই চোখ কপালে ওঠার মতো সম্পত্তির হদিশ মিলেছে।


অর্পিতার বাড়িতে মিলেছে টাকার পাহাড়, এছাড়াও একগুচ্ছ ফ্ল্যাট-জমির দলিলও উদ্ধার হয়েছে। এবার কলকাতা শহরে অর্পিতার আরও দুটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। কসবার রাজডাঙা ও পাটুলিতে অর্পিতার নামেই দুটি ফ্ল্যাটের হদিশ মিলেছে বলে দাবি ইডি সূত্রের। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়েরও আরও সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে, বর্ধমানে কমপক্ষে ১০০ ডাম্পারের হদিশ মিলেছে। সেই ডাম্পারগুলি পার্থ চট্টোপাধ্যায়ের বলেই দাবি সূত্রের।

Your Opinion

We hate spam as much as you do