Tranding

12:33 PM - 01 Dec 2025

Home / World / ব্রাজিলের বাম প্রেসিডেন্ট ইসরাইলের হামলাকে ‘হলোকাস্ট’ বললেন

ব্রাজিলের বাম প্রেসিডেন্ট ইসরাইলের হামলাকে ‘হলোকাস্ট’ বললেন

রোববার ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ-বৈঠকে লুলা বলেন, ‘গাজার ফিলিস্তিনদের উপর যা চলছে, তার সঙ্গে ইতিহাসের কোনও কিছুর মিল পাওয়া কঠিন। সে দিক থেকে বলতে হলে, হিটলার যখন ইহুদি-নিধন করেছিল, সেই সময় এই ধরনের ঘটনা দেখা যায়।’ তিনি বলেন, ‘এখানে সেনার বিরুদ্ধে সেনার লড়াই হচ্ছে না। মহিলা ও শিশুদের সঙ্গে সংঘর্ষ চলছে অত্যন্ত দক্ষ এক সেনাবাহিনীর।’

ব্রাজিলের বাম প্রেসিডেন্ট ইসরাইলের হামলাকে ‘হলোকাস্ট’ বললেন

ব্রাজিলের বাম প্রেসিডেন্ট ইসরাইলের হামলাকে ‘হলোকাস্ট’ বললেন 

 ১৯ ফেব্রুয়ারি ২০২৪, 


গাজায় দখলদার ইসরাইলের নৃশংস হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘ইহুদি-নিধন’ (হলোকস্ট) পর্বের সঙ্গে তুলনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। গত অক্টোবর মাস থেকে হামাসের হামলার পর পাল্টা হামলায় গাজা উপত্যকার পরিস্থিতি ‘মৃত‍্যু উপত‍্যকা’ হয়ে দাঁড়িয়েছে বলে বার বার সতর্ক করেছে জাতিসংঘ। রোববার আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইসরাইলি হানার পর, গাজার নাসের হাসপাতাল অচল হয়ে পড়েছে। এর মধ্যে ‘হলোকস্ট মন্তব্য’ ঘিরে নতুন বিতর্ক।

 
 রোববার ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ-বৈঠকে লুলা বলেন, ‘গাজার ফিলিস্তিনদের উপর যা চলছে, তার সঙ্গে ইতিহাসের কোনও কিছুর মিল পাওয়া কঠিন। সে দিক থেকে বলতে হলে, হিটলার যখন ইহুদি-নিধন করেছিল, সেই সময় এই ধরনের ঘটনা দেখা যায়।’ তিনি বলেন, ‘এখানে সেনার বিরুদ্ধে সেনার লড়াই হচ্ছে না। মহিলা ও শিশুদের সঙ্গে সংঘর্ষ চলছে অত্যন্ত দক্ষ এক সেনাবাহিনীর।’

 
 
ব্রাজিলের প্রেসিডেন্ট গাজার যুদ্ধের সঙ্গে হলোকস্টের সঙ্গে যে তুলনা করেছেন, তাতে যারপরনাই ক্ষিপ্ত নেতান-ইয়াহু। বিবৃতি পেশ করে তিনি বলেন, 'ইসরাইলের সঙ্গে নাৎসি এবং হিটলারের তুলনা সমস্ত লক্ষণ-রেখা লঙ্ঘন করছে।’ এমন মন্তব্য হলোকস্টের ভয়াবহতা কমানো এবং ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পরিপন্থী, সাফ অবস্থান লাই-কুদ পার্টির প্রবীণ নেতার। এর প্রতিবাদে, সোমবার ইসরাইলে ব্রাজিলের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

 
গত ৭ অক্টোবর, ইসরাইলে, হামাসের হঠাৎ হামলায় ১২০০ জনের মৃত্যু ও ২৫৩ জনকে পণ-বন্দি করার ঘটনারও সমালোচনা করেছিলেন বামপন্থী লুলা। একই সঙ্গে, ইসরাইল, যে আগ্রাসী সামরিক জবাব দিচ্ছে, সে নিয়েও প্রতিবাদ করতে দেখা যায় তাকে। আন্তর্জাতিক মঞ্চগুলি বার বার এই হামলার পরিণতি নিয়ে সতর্ক করলেও অভিযোগ, ইসরাইল তাতে কর্ণপাতে নারাজ। বরং, তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান-ইয়াহু সম্প্রতি, গাজার দক্ষিণতম শহর, রাফা-তেও হামলা চালানোর হুঙ্কার দিয়েছেন। সংঘর্ষ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ১৫ লাখ গাজার মানুষ এখানে আশ্রয় নিয়েছেন বলে খবর। 

Your Opinion

We hate spam as much as you do