Tranding

08:36 PM - 01 Dec 2025

Home / Other Districts / ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে চোর চোর বলে কুড়মিদের ভাঙচুর

ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে চোর চোর বলে কুড়মিদের ভাঙচুর

জানা গিয়েছে, বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় আটকে থাকে অভিষেকের কনভয় । ভেঙে দেওয়া হল মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িও । ঘটনা জানার পর মুখ্যসচিবকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে চোর চোর বলে কুড়মিদের ভাঙচুর

ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে চোর চোর বলে কুড়মিদের ভাঙচুর 

 May 26, 2023, 


প্রবল কুড়মি অসন্তোষের মুখে থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কনভয় । মন্ত্রী বীরবাহা হাঁসদা-সহ অভিষেকের কনভয়ের একাধিক গাড়ি ভাঙচুর চালায় কুড়মি আন্দোলনকারীরা । ঘটনায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর ।


চরম কুড়মি অসন্তোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় । শুক্রবার তাঁর কনভয় আটকে বিক্ষোভ দেখায় কুড়মি আন্দোকারীরা। জানা গিয়েছে, বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় আটকে থাকে অভিষেকের কনভয় । ভেঙে দেওয়া হল মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িও । ঘটনা জানার পর মুখ্যসচিবকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।


জানা গিয়েছে, কুড়মিদের ছোড়া ইটের আঘাতেই ভেঙে গিয়েছে মন্ত্রীর গাড়ির সামনের কাঁচ । সেই সঙ্গে, ভাঙচুর চালানো হয়েছে অভিষেকের কনভয়ের অন্যান্য গাড়িতেও । এর আগে পুরুলিয়ায় নবজোয়ার কর্মসূচিতে গিয়েও কুড়মি বিক্ষোভের মুখে পড়েছিল অভিষেকের কনভয় । এদিনও তার ব্যতিক্রম হল না । এদিন জায়গায় জায়গায় অভিষেকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে কুড়মিরা । এদিন একাধিকবার কুড়মি আন্দোলন এবং বিক্ষোভের জেরে চলতে চলতে থেমে গিয়েছে অভিষেকের কনভয় ।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে কুড়মি সামাজিক সংগঠনের বিরুদ্ধে। ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড-শো শেষ করে লোধাশুলি আসার পথে শালবনি এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে 'চোর চোর' বলে স্লোগান দিতে দেখা যায় । বিক্ষোভ দেখাতে থাকে কুড়মি সামাজিক সংগঠনের মানুষজনেরা । অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কনভয়ের শেষের দিকে মন্ত্রী বীরবাহা হাঁসদা গাড়ি ছিল । অভিযোগ, বীরবাহা হাঁসদার গাড়ি কে লক্ষ্য করে পাথর মারা হয় । এছাড়াও তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িকে লক্ষ্য করে পাথর এবং লাঠি দিয়ে মারা হয় বলে অভিযোগ । মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায় । অল্পের জন্য প্রাণে বাঁচেন মন্ত্রী ।

 

জানা গিয়েছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের প্রথম দু-তিনটি গাড়ি চলে যাওয়ার পরই কনভয়ের একাধিক গাড়িতে বাঁশ নিয়ে হামলা চালানো হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কনভয়ের বেশ কয়েকটি গাড়ি। তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার পরই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে কথা হওয়ার পরই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদির সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। আঁটো-সাঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুধু উদ্বিগ্ন নয়, প্রশাসনকে কড়া ব্যবস্থার নির্দেশও দিয়েছেন। একই সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের কথা হয়েছে বলেও জানা গিয়েছে। তিনি এই ঘটনায় জেলা প্রশাসনকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছেন।আরও পড়ুন: মদন-বাণ সামলানোর পরই অর্জুনের নিশানায় পুলিশ, অস্বস্তি তৃণমূলেঅন্যদিকে, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মন্ত্রীর গাড়িতেও হামলা চলানো হয়। এদিনের ঘটনা যে  ভালো চোখে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট। তিনি গোটা ঘটনায় পুলিশ এবং প্রশাসনকে সক্রিয় এবং কড়া ভূমিকা গ্রহণের নির্দেশও দিয়েছেন। প্রসঙ্গত, শনিবার তাঁর জঙ্গলমহল সফরে যাওয়ার কথা। তার আগে এই ঘটনা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শালবনিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে নবজোয়ার কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে । সেই কর্মসূচি থেকে জঙ্গলমহলের মানুষকে এবং এই কুড়মি নেতাদের কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেটাই এখন দেখার।

Your Opinion

We hate spam as much as you do