পৃথিবীর গুরুত্বপূর্ণ সংস্থা alliance for democracy foundation গোটা পৃথিবীর গনতন্ত্রের অবস্থা সম্পর্কে পর্যালোচনা করে একটা বার্ষিক প্রতিবেদন দেয়
বিশ্ব গনতন্ত্রের বিপদ USA -চীন, রাশিয়া নয়। সমীক্ষায় প্রকাশ বাক স্বাধীনতা নয় দারিদ্রই সবচেয়ে বড় সমস্যা ।
পৃথিবীর গনতন্ত্রের সবচেয়ে বড় বিপদ অর্থনৈতিক অসাম্য । বাক স্বাধীনতার ঘাটতি নয়। পৃথিবীর গুরুত্বপূর্ণ সংস্থা alliance for democracy foundation গোটা পৃথিবীর গনতন্ত্রের অবস্থা সম্পর্কে পর্যালোচনা করে একটা বার্ষিক প্রতিবেদন দেয়। ৫৩ টি দেশের প্রায় ৫০০০০ মানুষের মতামত নেওয়া হয়েছে। প্রায় ৪৪% লোক জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশের গনতন্ত্রের কাছে বিপদ। চীন বা রাশিয়া নয়। ৩৮% মনে করে চীন এবং ২৮% মনে করে রাশিয়ার গনতন্ত্রের কাছে বিপদের কারন।
আর আরো অবাক করে সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে যা ৪৮% মানুষের মত, Global Tech companies গুলোই গনতন্ত্রের পক্ষে ক্ষতিকর, যার ৬২% মার্কিন দেশে অবস্থিত
আশ্চর্যের বিষয় এই সমীক্ষা বলছে সারা পৃথিবীর মধ্যে ৬৪% মানুষ মনে করে বাক স্বাধীনতার সমস্যা নয় মানুষের দারিদ্র বা তীব্র অর্থনৈতিক অসাম্যই বিশ্বব্যাপী গনতন্ত্র প্রসারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।
এই সমীক্ষা বলছে তথাকথিত অগণতান্ত্রিক দেশগুলো covid -19 মোকাবিলায় জনস্বার্থে গনতান্ত্রিক দেশগুলোর চেয়ে ভালো কাজ করেছে ।
সেক্ষেত্রে পৃথিবীর গনতন্ত্রের কাছে রাশিয়া বা চীনের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি বিপজ্জনক বলে দাবী করা হচ্ছে ।
We hate spam as much as you do