Tranding

01:19 PM - 01 Dec 2025

Home / Others / রাজ্যে দৈনিক আক্রান্ত ২৪ হাজার ছাড়াল, আতঙ্ক চড়ছে, সংক্রমণের হার ৩৩.‌৮৯%‌

রাজ্যে দৈনিক আক্রান্ত ২৪ হাজার ছাড়াল, আতঙ্ক চড়ছে, সংক্রমণের হার ৩৩.‌৮৯%‌

কলকাতা। গত এক দিনে সেখানে নতুন করে আক্রান্ত ৮ হাজার ৭১২ জন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত এক দিনে নতুন করে আক্রান্ত ৫ হাজার ৫৩ জন। এর পরেই রয়েছে হাওড়া। সেখানে ওই একই সময়ে নতুন করে আক্রান্ত ১ হাজার ৭৪২ জন।

রাজ্যে দৈনিক আক্রান্ত ২৪ হাজার ছাড়াল, আতঙ্ক চড়ছে, সংক্রমণের হার ৩৩.‌৮৯%‌

 রাজ্যে দৈনিক আক্রান্ত ২৪ হাজার ছাড়াল, আতঙ্ক চড়ছে, সংক্রমণের হার ৩৩.‌৮৯%‌

 

 গত এক দিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। এক দিনে এত জন এ রাজ্যে এর আগে আক্রান্ত হননি। দ্রুত বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। সংক্রমণের হারও তথৈবচ। রবিবার স্বাস্থ্য দপ্তর যে পরিসংখ্যান দিল, তাতে দেখা গেল এখন পর্যন্ত রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ লক্ষ ৫৫ হাজার ৪৬ জন। গত কালের থেকে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১৬ হাজার ৫৬। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭৮ হাজার ১১১। 


গত কাল রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন। প্রাণ হারিয়েছিলেন ১৯ জন। রবিবার মৃত্যুর সংখ্যা সামান্য কমল, তাতেই যা একটু স্বস্তি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন।  রাজ্যে এখন সুস্থতার হার ৯৪.‌৪২ শতাংশ। মৃত্যুর হার ১.‌১৩ শতাংশ। তবে সংক্রমণের হার কিন্তু দিন দিন বাড়ছে। রাজ্যে সংক্রমণের হার এদিন ৩৩.‌৮৯ শতাংশ। এই নিয়েই উদ্বেগে চিকিৎসকরা। তাঁরা মনে করছেন, আসল আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

 

অভিযোগ সংক্রমণের নিরিখে শীর্ষে যথারীতি কলকাতা। গত এক দিনে সেখানে নতুন করে আক্রান্ত ৮ হাজার ৭১২ জন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত এক দিনে নতুন করে আক্রান্ত ৫ হাজার ৫৩ জন। এর পরেই রয়েছে হাওড়া। সেখানে ওই একই সময়ে নতুন করে আক্রান্ত ১ হাজার ৭৪২ জন। 


দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমানে নতুন আক্রান্তের সংখ্যা হাজারের বেশি। সব জেলাতেই বেড়েছে দৈনিক আক্রান্ত।  মৃত্যুর নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত এক দিনে সেখানে কোভিডে মারা গিয়েছেন ছয় জন। তার পরেই রয়েছে কলকাতা। সেখানে কোভিডের বলি পাঁচ। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় মারা গিয়েছেন দু’‌জন করে। পূর্ব মেদিনীপুর, হুগলিতে মারা গিয়েছেন এক জন করে। 

Your Opinion

We hate spam as much as you do