বুধবার বালিগঞ্জের একটি অফিসে দিনভর তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই এলাকায় টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
বালিগঞ্জের পর গড়িয়াহাটে উদ্ধার কোটি টাকার পাহাড়
On Feb 10, 2023
বালিগঞ্জের পর এবার গড়িয়াহাটে মিলল কোটি টাকার হদিশ। বৃহস্পতিবার গড়িয়াহাট মোড়ের কাছে একটি গাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। জানা গেছে, গাড়ির ভেতর সাজানো ছিল থরেথরে নোটের বান্ডিল। নগদ ১ কোটি টাকা সমেত দু’জনকে গ্রেফতার করল গড়িয়াহাট থানার পুলিশ।
বুধবার বালিগঞ্জের একটি অফিসে দিনভর তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই এলাকায় টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি করে বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার খবর ছিল। সেই খবরের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি গাড়িকে আটক করে খানাতল্লাশি করার সময়ই কোটি টাকার নগদ উদ্ধার হয়।
আরও জানা গেছে, এই গাড়ির সঙ্গে দু’জন ছিল। এত টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে, ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের মধ্যে একজন হল বেলগাছিয়ার দুলাল মণ্ডল। অপরজন হল রাজস্থানের বাসিন্দা মুকেশ সারস্বত।
We hate spam as much as you do