Tranding

02:37 PM - 01 Dec 2025

Home / World / কাস্পিয়ান সাগর থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর উত্তপ্ত কাদা

কাস্পিয়ান সাগর থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর উত্তপ্ত কাদা

একে বলে ‘মাড ভলক্যানো’ বা কাদার আগ্নেয়গিরি। এগুলো থেকে এভাবেই তীব্র গরম জল-কাদা মণ্ড উঠে আসে। তবে এই ধরনের ঘটনা বিরলই।

কাস্পিয়ান সাগর থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর উত্তপ্ত কাদা

কাস্পিয়ান সাগর থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর উত্তপ্ত কাদা

পৃথিবীর পেট থেকে গরম লাভা বেরিয়ে আসার ঘটনা মাঝে মাঝেই ঘটে। কিন্তু গরম কাদা বের হয়ে আসার ঘটনা একটু আলাদা। এম ঘটনাই ঘটেছে কাস্পিয়ান সাগরে।

হ্রদের গভীর জল থেকে বেরিয়ে আসা এ কাদা পাহাড় সমান। কয়েক শ’ ফুট উঁচু এ কাদার স্তুপের সাথে ফোয়ারার মতো উঠে আসছে তীব্র গরম জল। তবে এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা তেমন বিস্মিত নন।তারা বলছেন, একে বলে ‘মাড ভলক্যানো’ বা কাদার আগ্নেয়গিরি। এগুলো থেকে এভাবেই তীব্র গরম জল-কাদা মণ্ড উঠে আসে। তবে এই ধরনের ঘটনা বিরলই।

বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন, বিশ্বে এমন কাদার আগ্নেয়গিরি রয়েছে এক হাজারের মতো। আজারবাইজানেই এমন প্রায় ৪০০টি কাদার আগ্নেয়গিরি আছে। দেশটি এ জন্য আগুনের দেশ নামেও পরিচিত।
আজারবাইজান লাগোয়া কাস্পিয়ান সাগরে এ ঘটনার সূত্রপাত বলে জানান বিজ্ঞানীরা।

আজারবাইজানের উমিডে তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রগুলোয় এই জল কাদা উঠে আসার আগে ও পরে ভয়ঙ্কর এক বিস্ফোরণ হয়। এখন আজারবাইজান সরকার এর প্রকৃত কারণ খুঁজছে। তারা চিন্তা করছেন কাস্পিয়ান সাগরের জল ও স্তর স্তর কাদার ওই বিস্ফোরণ ঠিক কী কারণে হচ্ছে।   

Your Opinion

We hate spam as much as you do