এই পাহাড়কে ধ্বংস করতে দেবেন না স্থানীয়রা। প্রতিবাদে জোট বেঁধেছেন তাঁরা। 'পাহাড় বাঁচাও গণআন্দোলন' স্লোগান দিয়ে তথাকথিত শিল্পের নামে তিলাবনী পাহাড় কাটার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। শিল্পের নামে তিলাবনী ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সোচ্চার হন এলাকার অসংখ্য মানুষ।
পুরুলিয়ায় গনপ্রতিরোধ! তিলাবনী পাহাড় কেটে বিক্রির সরকারী চেষ্টার, বিরুদ্ধে গ্রামবাসী
পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অন্তর্গত কলাবনী গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত তিলাবনী পাহাড় কেটে গ্রানাইট বিক্রির নিয়ে প্রতিবাদে নামলেন গ্রামের সাধারণ মানুষ।
এই তিলাবনী পাহাড়ের কোলে রয়েছে কলাবনী এলাকার তিলাবনী, লেদাবনা, পড়শিবনা এবং মাধবপুর, এই চারটি গ্রাম। এই এলাকার মানুষের কাছে তিলাবনী শুধুমাত্র একটি পাহাড়ই নয়, এটি গ্রামবাসীর জীবন-জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই পাহাড় এই অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্যের ভরকেন্দ্র। এছাড়াও এই পাহাড়টি ধীরে ধীরে রাজ্যের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতি বছর পশ্চিমবঙ্গের বহু প্রতিষ্ঠিত প্রকৃতিপ্রেমী, পাহাড়প্রেমী সংগঠন এখানে কিশোর-কিশোরীকে নিয়ে শৈলারোহণ ও প্রকৃতি পাঠের শিবির করে থাকে। রক ক্লাইম্বিং স্পোর্টসেও এই পাহাড়ের নাম উজ্জ্বল। এখানে জাতীয় স্তরের 'বোল্ডার ক্লাইম্বিং উৎসব' অনুষ্ঠিত হয়েছে গত ডিসেম্বর মাসে।
তাই এই পাহাড়কে ধ্বংস করতে দেবেন না স্থানীয়রা। প্রতিবাদে জোট বেঁধেছেন তাঁরা। 'পাহাড় বাঁচাও গণআন্দোলন' স্লোগান দিয়ে তথাকথিত শিল্পের নামে তিলাবনী পাহাড় কাটার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। শিল্পের নামে তিলাবনী ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সোচ্চার হন এলাকার অসংখ্য মানুষ। গ্রামবাসীরা আগেই এই পাহাড় বিক্রির প্রতিবাদ জানিয়েছিলেন। আবার গণস্বাক্ষর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এই প্রকল্প বাতিলের। একইসঙ্গে রাজ্যের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন প্রকৃতিপ্রেমী সংগঠন ও ব্যক্তির কাছেও তিলাবনীর পাশে থাকার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা।
জনৈক প্রতিবাদী গ্রাম বাসী জানিয়েছেন, "তথাকথিত শিল্পের নামে তিলাবনী পাহাড় কাটার বিরুদ্ধে গ্ৰামবাসীদের সম্মিলিত প্রতিবাদ করছে। আমরা পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অন্তর্গত কলাবনী পঞ্চায়েত এলাকার তিলাবনী, লেদাবনা, পড়শিবনা এবং মাধবপুর গ্ৰামবাসী। আর এই চার গ্ৰামের মাঝে অবস্থিত 'তিলাবনী পাহাড়।' এই তিলাবনী পাহাড় শুধুমাত্র একটি পাহাড়ই নয়, এটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং অবশ্যই আমাদের আরাধ্য দীর্ঘ বছর ধরে।"
এই পাহাড় এই অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্যর ভর কেন্দ্র। এছাড়াও এই পাহাড়টি ধীরে ধীরে রাজ্যের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতি বছর পশ্চিমবঙ্গের বহু প্রতিষ্ঠিত প্রকৃতি প্রেমী, পাহাড় প্রেমী সংগঠন এখানে ছোট ছোট ছেলে মেয়েদের শৈলারোহণ ও প্রকৃতি পাঠের শিবির করে থাকে। জানা গেছে এখানে জাতীয় স্তরের 'বোল্ডার ক্লাইম্বিং উৎসব' অনুষ্ঠিত হয়েছে গত ডিসেম্বর ২০২১ এ। এ রকম একটি পাহাড়কে কেটে সেখান থেকে গ্ৰানাইট তোলার বরাত একটি বেসরকারী সংস্থা পেয়েছে বলেই জানতে পারে গ্রামবাসীরা । তাই তারা প্রতিরোধে যোগ দিলেন বলে জানান।
We hate spam as much as you do