হাজার হাজার প্যালেস্টাইনবাসী মারা গেছে। শিশুরা মারা যাচ্ছে।’ তিনি আরো বলেন, এসব আপনার কারণে হচ্ছে, ‘আপনি একজন স্বৈরশাসক, আপনি জেনোসাইড (গণহত্যা) জো’। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ প্রতিবাদ করার পরে ওই বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনীর কর্মীরা টেনে নিয়ে যায়। এ বক্তব্যের পর ওই প্রচারে বাইডেন বলেন, তিনি প্রতিবাদকারীর ‘আবেগ’কে ‘বিরক্ত’ মনে করেননি। মার্কিন নেতা যোগ করেছেন যে- ‘অনেক প্যালেস্টাইনবাসী আছে যারা অন্যায়ভাবে হামলার শিকার হচ্ছে’।
প্যালেস্টাইন গনহত্যা বিরোধীতায় লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ ! বাইডেনের নাম হল জেনোসাইড জো
১১ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য আটলান্টায় এক প্রচারে বক্তৃতা দেয়ার সময় এক প্যালেস্টাইনপন্থী কর্মী জো-বাইডেনকে ‘জেনোসাইড জো’ বলে আখ্যা দিয়েছেন। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে ওই কর্মীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘হাজার হাজার প্যালেস্টাইনবাসী মারা গেছে। শিশুরা মারা যাচ্ছে।’ তিনি আরো বলেন, এসব আপনার কারণে হচ্ছে, ‘আপনি একজন স্বৈরশাসক, আপনি জেনোসাইড (গণহত্যা) জো’। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ প্রতিবাদ করার পরে ওই বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনীর কর্মীরা টেনে নিয়ে যায়। এ বক্তব্যের পর ওই প্রচারে বাইডেন বলেন, তিনি প্রতিবাদকারীর ‘আবেগ’কে ‘বিরক্ত’ মনে করেননি। মার্কিন নেতা যোগ করেছেন যে- ‘অনেক প্যালেস্টাইনবাসী আছে যারা অন্যায়ভাবে হামলার শিকার হচ্ছে’। উল্লেখ্য, গত ৭ অক্টোবর প্যালেস্টাইনএর সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরই ইসরাইল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে- যা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩১ হাজার প্যালেস্টাইনবাসী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। অপর এক খবরে বলা হয়, গাজায় ইসরাইলের আগ্রাসনের কারণে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এ আগ্রাসনের প্রতিবাদে লন্ডনে প্যালেস্টাইনপন্থী সমাবেশে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) বলেছে যে- প্রায় ৪ লাখ লোক সেন্ট্রাল লন্ডনে প্যালেস্টাইনের জন্য তাদের ১০তম জাতীয় মার্চে অংশ নিয়েছিল। গোষ্ঠীটি যুক্তরাজ্য সরকারের উগ্রপন্থাবিরোধী কমিশনারের বিরুদ্ধেও পিছু হঠল। যারা বলেছিল যে- প্যালেস্টাইনের সমর্থক সমাবেশগুলো সপ্তাহান্তে লন্ডনকে ‘ইহুদিদের জন্য নো-গো জোনে’ পরিণত করেছে। পিএসসি সামাজিক মাধ্যম এক্স -এর এক পোস্টে বলেছে, ১৩টি বিভিন্ন ইহুদি সংগঠন আজ লন্ডনে প্যালেস্টাইনের পক্ষে জাতীয় মার্চে অংশ নিয়েছিল। ওই সংগঠন যারা এটিকে নিরাপদ স্থান নয় বলে দাবি করে তাদের মিথ্যা বলেছিল। উল্লেখ্য, গত ৭ অক্টোবর প্যালেস্টাইনবাসী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরই ইসরাইল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে- যা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩১ হাজার প্যালেস্টাইনবাসী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
We hate spam as much as you do