জয়ের জন্য ১৮১ রান চেজ করতে নেমে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আরিফুল ইসলাম এবং আহরার আমিন।
এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
December 15, 2023
এশিয়া কাপের সেমিফাইনালে ভারত অঘটনের হার হজম করল। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছল টাইগার বাহিনী। জয়ের জন্য ১৮১ রান চেজ করতে নেমে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আরিফুল ইসলাম এবং আহরার আমিন। চতুর্থ উইকেটে দুজনে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে যান। এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক লড়াইয়ের সম্ভবনা ছিল। তবে অন্য সেমিতে পাকিস্তান আরব আমিরশাহির কাছে হেরে যাওয়ায় সেই সম্ভবনায় ইতি হয়।
We hate spam as much as you do