Tranding

03:46 PM - 01 Dec 2025

Home / Other Districts / ছাত্রীকে ধর্ষণ-খুনে রণক্ষেত্র কালিয়াগঞ্জ! পুলিশ -জনতা খণ্ডযুদ্ধ

ছাত্রীকে ধর্ষণ-খুনে রণক্ষেত্র কালিয়াগঞ্জ! পুলিশ -জনতা খণ্ডযুদ্ধ

পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিরোধ গড়তে ব্যাপক লাঠিচার্জ করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার থেকে বাহিনী আনা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন উচ্চ পদস্থ আধিকারিকরা। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

ছাত্রীকে ধর্ষণ-খুনে রণক্ষেত্র কালিয়াগঞ্জ! পুলিশ -জনতা খণ্ডযুদ্ধ

ছাত্রীকে ধর্ষণ-খুনে রণক্ষেত্র কালিয়াগঞ্জ! পুলিশ -জনতা খণ্ডযুদ্ধ

Apr 21, 2023 

 
 দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হচ্ছে RAF। ছুড়তে হচ্ছে টিয়ার গ্যাস। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইটবৃষ্টি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ধারে কিশোরীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিল। তারপর আর ফেরেনি। স্থানীয় বাসিন্দারাই পুকুরের ধারে ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাত্রীর শরীর বিবস্ত্র ছিল। ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।  বিরোধী দলনেতা শুভেন্দু  অধিকারী এই বিষয়ে টুইট  করেন,  রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার জন্য দুর্বৃত্তরা সাহস পাচ্ছে। এদিন সকাল থেকে মৃতদেহ আটকে রেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খায় পুলিশ। নামাতে হয় র‌্যাফ। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি এখনও বেসামাল।


পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিরোধ গড়তে ব্যাপক লাঠিচার্জ করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার থেকে বাহিনী আনা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন উচ্চ পদস্থ আধিকারিকরা। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

 

Your Opinion

We hate spam as much as you do