লোকসভা ভোটের আগে জনমোহিনীর জোয়ারে ভাসল রাজ্য বাজেট। লক্ষ্মীর ভাণ্ডার, সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশ-ভিলেজ পুলিশদের ভাতা বাড়ানোর ঘোষণা করা হল। সেইসঙ্গে আরও একাধিক জনমোহিনী প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে কীভাবে আয় হবে, সেটার কোনও নির্দিষ্ট দিশা দেখালেন না। রাজ্য বাজেটে কী কী ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটার হাইলাইটস দেখে নিন।
ভোটের আগে জনমোহিনীর রাজ্য বাজেট
কর্মসংস্থান ও ভাতা বাড়ছে প্রতিশ্রুতি
08 Feb 2024,
বাজেট পেশের আগেরদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মনে রাখবেন যে আমায় সরকার চালাতে হয়। যখন আমার হকের টাকা দেওয়া হয় না, যখন সেটা আটকে রাখা হয় না, তখন যেভাবে মহিলারা সংসার চালান, আমিও সেভাবে (সরকার) চালিয়ে থাকি। আমি বিশ্বাস করি যে আমি কাউকে কোনওদিন বঞ্চনার শিকার হতে দেব না।
যদিও শেষ কয়েক বছরে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি মুখ পুড়েছে রাজ্য সরকারের, সেটা হল নিয়োগ দুর্নীতি। বিভিন্ন ক্ষেত্রে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে হাজার-হাজার পদে নিয়োগ নিয়ে ইতিমধ্যে ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটেও সেই ধারা বজায় রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মত। জোর দেওয়া হতে পারে কর্মসংস্থানের উপর
রাজ্য বাজেটে একাধিক প্রকল্পের ঘোষণা করা হল। লোকসভা ভোটের আগে জনমোহিনী প্রকল্পের ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
লোকসভা ভোটের আগে জনমোহিনীর জোয়ারে ভাসল রাজ্য বাজেট। লক্ষ্মীর ভাণ্ডার, সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশ-ভিলেজ পুলিশদের ভাতা বাড়ানোর ঘোষণা করা হল। সেইসঙ্গে আরও একাধিক জনমোহিনী প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে কীভাবে আয় হবে, সেটার কোনও নির্দিষ্ট দিশা দেখালেন না। রাজ্য বাজেটে কী কী ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটার হাইলাইটস দেখে নিন।
১,০০০ টাকা ভাতা বাড়ছে সিভিক, গ্রিন পুলিশদের
১.৫ লাখের সিভিক ভলান্টিয়ার, সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা বাড়ানো হচ্ছে। ভাতা ১,০০০ টাকা বাড়বে। রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। ১৮০ কোটি টাকা বরাদ্দ।
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য পশ্চিমবঙ্গে চারটি সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার ইউনিট তৈরি করা হচ্ছে। পিপিপি মডেলে বাস্তবায়ন করা হবে। ১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
নিউ টাউন ও বিমানবন্দরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মেট্রোপলিটন ও মহিষবাথানের মধ্যে চার লেনের সাত কিলোমিটার ফ্লাইওভার তৈর করা হবে। তিন বছরের মধ্যে সেই প্রকল্প শেষ করা হবে। খরচ পড়বে ৭২৮ কোটি। প্রথম বছরের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ।
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: ৫ লাখ চাকরির ব্যবস্থা করা হবে। রাজ্যের বিভিন্ন দফতরে প্রচুর নিয়োগ করা হবে। রাজ্য সরকারি অফিস ও রাজ্যের আওতাধীন অফিসে নিয়োগ করা হবে।
দামোদরের উপর শিল্পসেতু তৈরি করা হবে। ৬৪০ মিটারের সেতু। যে সেতুর ফলে প্রচুর স্থানীয় মানুষ উপকৃত হবে। তিন বছরের মধ্যে সেতু তৈরি করা হবে। ২৪৬ কোটি আনুমানিক ব্যয়। চার লেনের সেতু তৈরি করা হবে।
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত ৩.১ কিলোমিটারের ব্রিজ তৈরি করা হবে। সেই ব্রিজের নাম হলে গঙ্গাসাগর সেতু। যে সেতুর ফলে মানুষ সহজেই গঙ্গাসাগরে যেতে পারবেন।
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন।
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: মিড ডে মিলের কুক-কাম-হেল্পারদের মাসিক আর্থিক সাহায্য বাড়ছে ৫০০ টাকা। তার ফলে দু'লাখ কুক-কাম-হেল্পাররা লাভবান হবেন। অতিরিক্ত ১৪০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য ১০,০০০ টাকা দেওয়া হয়। দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ট্যাব কেনার জন্য পান। এবার একাদশ শ্রেণি থেকেই সেই টাকা দেওয়া হবে। সেজন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা আরও বাড়ানো হচ্ছে। কোনও কোলাট্যারল ছাড়াই ১০০ শতাংশই ঋণ দেওয়া হবে। নামমাত্র চার শতাংশ সুদ দিতে হবে। বাকি সুদ বহন করবে রাজ্য সরকার।
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: যুবক-যুবতীদের অ্যাপ্রেন্টিস প্রকল্প। বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা মিলবে। মাসে মাসিক ১,৫০০ টাকা ২,৫০০ টাকা দেওয়া হবে সেই ট্রেনিদের। প্রতি বছর ১ লাখ যুবক-যুবতী লাভবান হবেন। বরাদ্দ করা হচ্ছে ২০০ কোটি টাকা।
মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প চালু করা হল। দু'লাখ মৎস্যজীবী উপকৃত হবেন। ২০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তিনটি জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর) মৎস্যজীবীদের দু'মাস সেই টাকা দেওয়া হবে।
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য: ২০২৪ সালের এপ্রিল থেকে জেনারেল ক্যাটেগরির আওতায় মহিলারা মাসে ১,০০০ টাকা পাবেন। তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা ১,২০০ টাকা পাবেন। মে মাস থেকেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেজন্য বছরে বাড়তি ১২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
৪৯% কমেছে গরিব মানুষের সংখ্যা, দাবি চন্দ্রিমার
বাজেট পেশের আগেরদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘আরও ১০ লাখ প্রবীণ নাগরিক পেনশন পাবেন। বিধবা ভাতা পাবেন আরও ১.৪ লাখ বিধবা। আরও ১০ লাখ তরুণী পাবেন কন্যাশ্রীর সুযোগ-সুবিধা। আর এটা মনে রাখবেন যে অনেক সমস্যা আছে। কেন্দ্রের থেকে আমাদের ১.৬ লাখ কোটি টাকা পাওয়ার কথা আছে।’
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, কেন্দ্রের থেকে ১ লাখ ১৮ হাজার কোটি টাকা বকেয়া আছে। আর ২০২৪-২৫ অর্থবর্ষে ২৮ কোটি কর্মদিবস তৈরি করা হবে বলে জানিয়েছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
সিভিক, ভিলেজ ও গ্রিন পুলিশের ভাতা বাড়াল মমতা সরকার
এবারের বাজেটে সিভিক, ভিলেজ এবং গ্রিন পুলিশের ভাতা বাড়ানো হল। লোকসভা ভোটের ঠিক আগেই সেই বাজেট পেশ করছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেটে সিভিক, ভিলেজ এবং গ্রিন পুলিশের ভাতা বাড়ানো হল।
কেন্দ্রের ১০০ দিনের কাজের পালটা এবার ৫০ দিনের কাজ প্রকল্প চালু করল রাজ্য সরকার। সেই নয়া প্রকল্পের নাম হল 'কর্মশ্রী'। অর্থাৎ কেন্দ্রের ১০০ দিনের কাজের ধাঁচেই সেই প্রকল্প চালু করা হল।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হল। ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াল চার শতাংশ।
ভাতা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে। এতদিন মাসিক ৫০০ টাকা দেওয়া হত। এবার সেটা বেড়ে দাঁড়াল ১,০০০ টাকা। অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা ১,০০০ টাকা করে পাবেন। সেখানে তফসিলি জাতি ও তফসিলি জনজাতিদের মাসিক ভাতা বেড়ে দাঁড়াল ১,২০০ টাকা। যা আগে ১,০০০ টাকা ছিল।
We hate spam as much as you do