সরকারি কর্মীদের বক্তব্য, তাঁদের সঙ্গে রীতিমতো গরু ছাগলের মতো আচরণ করা হয়েছে। সরকারি কর্মীর বক্তব্য, “আমরা একটা ঘরে ছিল। সেই ঘরেই তালা। বলছে বাথরুমে যাও, ঘরে ঢোকে, আর লাল চা দিয়েছে।” আরেক কর্মী বলেন, “ভোর চারটার মধ্যে তৈরি হয়ে যাই। এখানে যাঁরা আমাদের আটকেছে, তাঁরাও সরকারি কর্মী। তবে আমি বিডিও, কোনও অফিসারকে দোষ দেব না। এক গ্রুপ ডি স্টাফ রাতে লাফ মেরে বলে বিয়ে বাড়িতে ভাত খেতে এসেছো, লাফি মেরে তুলেছে আমাদের।”
'গরু ছাগলের' মতো আচরণ মাথাভাঙায় ‘তালাবন্দি' ভোটকর্মীদের সাথে BDO অফিসে
Apr 19, 2024
সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের মাথাভাঙা। দুটো সমস্যার পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যেমন ভোটারদের আটকে দেওয়া হচ্ছে। QRT ঘটনাস্থলে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ। মাথাভাঙায় শিকারপুর বিডিও অফিসে ভোট করাতে আসা ভোটকর্মীদের আটকে রাখার অভিযোগ উঠেছে। বিডিও অফিসের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ। সরকারি কর্মীদের আটকে রাখার অভিযোগ নজিরবিহীন।
সরকারি কর্মীদের বক্তব্য, তাঁদের সঙ্গে রীতিমতো গরু ছাগলের মতো আচরণ করা হয়েছে। সরকারি কর্মীর বক্তব্য, “আমরা একটা ঘরে ছিল। সেই ঘরেই তালা। বলছে বাথরুমে যাও, ঘরে ঢোকে, আর লাল চা দিয়েছে।” আরেক কর্মী বলেন, “ভোর চারটার মধ্যে তৈরি হয়ে যাই। এখানে যাঁরা আমাদের আটকেছে, তাঁরাও সরকারি কর্মী। তবে আমি বিডিও, কোনও অফিসারকে দোষ দেব না। এক গ্রুপ ডি স্টাফ রাতে লাফ মেরে বলে বিয়ে বাড়িতে ভাত খেতে এসেছো, লাফি মেরে তুলেছে আমাদের।”
আরেক ভোটকর্মী বলেন, “রাতে আমরা যখন আসি, এক ভদ্রলোক মদ্যপ অবস্থায় এসে গালিগালাজ করতে থাকেন।” যদিও বিডিও সাহেব বলেন, “ভোটকর্মীদের এসি ঘরে রাখা হয়েছে, কোথাও কোনও তালা মারা হয়নি।” যদিও এই নিয়ে সংশ্লিষ্ট বিডিও-র তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
We hate spam as much as you do